ভাইয়ের রিসেপশনে করিশ্মার সঙ্গে নাচলেন করিনা, ভাইরাল ভিডিয়ো
করিনা, করিশ্মার সঙ্গে হাজির হন করণ জোহরও
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/styles/zm_98x58/public/2019/01/29/172471-joyeeta71235.jpg?itok=ojXuRS4o)
![ভাইয়ের রিসেপশনে করিশ্মার সঙ্গে নাচলেন করিনা, ভাইরাল ভিডিয়ো ভাইয়ের রিসেপশনে করিশ্মার সঙ্গে নাচলেন করিনা, ভাইরাল ভিডিয়ো](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/02/05/232744-k-dance.jpg)
নিজস্ব প্রতিবেদন: আরমান জৈনের বিয়ের রিসেপশনে হাজির হয়ে ধামাকা করলেন শাহরুখ, করিনা, কিয়ারা-রা। গৌরী খানকে সঙ্গে নিয়ে শাহরুখ যখন নাচতে শুরু করেন, তারপর মঞ্চে উঠে পড়েন কাপুর-কন্যারা।
আরও পড়ুন : কাপুর পরিবারের বিয়েতে গিয়ে ধামাকা, ভাইরাল শাহরুখ-গৌরীর নাচ
করণ জোহরের সঙ্গে বোল চুড়িয়ার ধুনে নাচতে শুরু করেন (Kareena Kapoor Khan)করিনা কাপুর খান এবং (Karisma Kapoor) করিশ্মা কাপুর। অন্যদিকে, গুড নিউজের সওদা খাড়া খাড়া-র ধুনে নাচতে শুরু করেন কিয়ারা আদবানি।
আরও পড়ুন : রানি থেকে করিশ্মা, ঐশ্বর্যকে বিয়ের আগে একাধিক সম্পর্কে জড়ান অভিষেক বচ্চন
দেখুন সেই ভিডিয়ো...
গত ৩ ফেব্রুয়ারি অনিশা মালহোত্রার সঙ্গে গাঁটছড়া বাঁধেন রিমা জৈন এবং মনোজ জৈনের ছেলে আরমান জৈন। দীর্ঘদিন সম্পর্কের পর অবশেষে বান্ধবী অনিশা মালহোত্রার সঙ্গে গাঁটছড়া বাঁধেন আরমান। ফলে পিসতুতো ভাইয়ের বিয়েতে এক্কেবারে পাঞ্জাবি স্টাইলে নাচতে শুরু করেন কাপুর-কন্যারা।
শাহরুখের পাশাপাশি টুইঙ্কেল খান্নাও হাজির হন আরমানের বিয়েতে। তবে অক্ষয় কুমারের সঙ্গে নয়, টুইঙ্কেল হাজির হন মা ডিম্পল কপাডিয়ার সঙ্গে।