কবে বিয়ে করছেন কঙ্গনা, নিজেই জানালেন বলিউড 'কুইন'
ল্যাকমে ফ্যাশন উইকের মঞ্চে হাজির হয়েছিলেন তিনি। সেখানে মঞ্চ মাতিয়ে সোজা বিয়ের কথা বলে ফেললেন কঙ্গনা রানাওয়াত।
![কবে বিয়ে করছেন কঙ্গনা, নিজেই জানালেন বলিউড 'কুইন' কবে বিয়ে করছেন কঙ্গনা, নিজেই জানালেন বলিউড 'কুইন'](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/02/05/108272-538109-kangyn.jpg)
নিজস্ব প্রতিবেদন : ল্যাকমে ফ্যাশন উইকের মঞ্চে হাজির হয়েছিলেন তিনি। সেখানে মঞ্চ মাতিয়ে সোজা বিয়ের কথা বলে ফেললেন কঙ্গনা রানাওয়াত।
আরও পড়ুন : সুস্মিতা সেনা হলেন উমরাওজান
কবে বিয়ে করছেন বলিউড ‘কুইন’? সাংবাদিকদের সেই প্রশ্নের জবাবে কঙ্গনা বলেন, আগামী বছর ফেব্রুয়ারি মাসের মধ্যে বিয়ে করবেন তিনি। অর্থাত, কঙ্গনার বিয়ের জন্য আগামী ফেব্রুয়ারি মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে ইঙ্গিত দেন বলিউড ‘কুইন’। এখন দেখা যাক, কবে সাতপাকে বাঁধা পড়েন কঙ্গনা।
আরও পড়ুন : অক্ষয় কুমারের সঙ্গে উদ্দাম নাচ বাঙালি অভিনেত্রী মৌনির
কখনও আদিত্য পাঞ্চলি, কখনও হৃত্বিক রোশন আবার কখনও বলিউডে স্বজনপোষণ হয় বলে করণ জহরের সঙ্গে বিতর্কে জড়িয়েছেন কঙ্গনা রানাওয়াত। কখনও আবার বলিউডে স্বজনপোষণের মূল হোতা করণ বলেও জনপ্রিয় ওই পরিচালকের বিরুদ্ধে আক্রমণ করেছেন। সবকিছু মিলিয়ে বলিউড ‘কুইন’-কে নিয়ে সব সময় সরগরম পেজ থ্রি-র পাতা।