''ভালোবাসা অপরাধ হলে সুশান্তকে ভালোবেসে গ্রেফতার হতে প্রস্তুত রিয়া'': সতীশ মানশিন্ডে
সতীশ মানশিন্ডের কথায়, '' রিয়া বিরুদ্ধে যা চলছে তা খানিকটা ডাইনি খোঁজার মতো বিষয় হয়ে গিয়েছে।''
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/styles/zm_98x58/public/2019/01/29/172472-ranita871263.jpg?itok=mVeYazYP)
![''ভালোবাসা অপরাধ হলে সুশান্তকে ভালোবেসে গ্রেফতার হতে প্রস্তুত রিয়া'': সতীশ মানশিন্ডে ''ভালোবাসা অপরাধ হলে সুশান্তকে ভালোবেসে গ্রেফতার হতে প্রস্তুত রিয়া'': সতীশ মানশিন্ডে](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/09/06/273683-66765765765765774656564.jpg)
নিজস্ব প্রতিবেদন : ''ভালোবাসা যদি অপরাধ হয়, তাহলে সুশান্তকে ভালোবাসার জন্য গ্রেফতার হতে প্রস্তুত রিয়া চক্রবর্তী।'' সুশান্ত মামলায় মাদককাণ্ডে রিয়াকে NCB-র সমন পাঠানোর কিছুক্ষণ পরেই এই মন্তব্য করেন রিয়া চক্রবর্তীর আইনজীবী সতীশ মানশিন্ডে।
সতীশ মানশিন্ডের কথায়, '' রিয়ার বিরুদ্ধে যা চলছে তা খানিকটা ডাইনি খোঁজার মতো বিষয় হয়ে গিয়েছে। কাউকে ভালোবাসা যদি অপরাধ হয়, তাহলে সুশান্তকে ভালোবাসার জন্য এই পরিণতির মুখোমুখি হতে প্রস্তুত রিয়া চক্রবর্তী।'' মানশিন্ডে আরও বলেন, ''রিয়া নির্দোষ, আর সেকারণেই CBI, ED, NCB এবং বিহার পুলিসের দায়ের করা সমস্ত মামলার ক্ষেত্রেই তিনি আদালতে আগাম জামিনের আবেদন করতে যাননি।''
আরও পড়ুন-NCB অফিসে পৌঁছলেন রিয়া চক্রবর্তী, মোতায়েন পুলিস, ঘিরে ধরল ক্যামেরা
ফাইল ছবি- রিয়ার আইনজীবী সতীশ মানশিন্ডে
এদিকে সমন পাওয়ার পর ইতিমধ্যেই NCB-র দফতরে জিজ্ঞাসাবাদের জন্য পৌঁছে গিয়েছেন রিয়া চক্রবর্তী। সূত্রের খবর NCB-র জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে, NCP- ডেপুটি ডেরিক্টর KPS মালহোত্রা সহ ৫ সদস্যের টিম রিয়া চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করছেন।
ইতিমধ্যেই মাদককাণ্ডে রিয়ার ভাই সৌভিক চক্রবর্তীকে (বয়স ২৪) গ্রেফতার করেছে NCB। আর এরপরেই রিয়া ও সৌভিকের বাবা ইন্দ্রজিত চক্রবর্তী বলেন, ''অভিনন্দন ভারত, আমার ছেলেকে গ্রেফতার করেছেন। পরের লাইনে রয়েছে আমার মেয়ে। আমি জানি না, তারপরে কে রয়েছে? একটা মধ্যবিত্ত পরিবারকে ধ্বংস করে দিয়েছেন। তবে ন্যায়বিচারের জন্য সবকিছুই ন্যায়সঙ্গত। জয় হিন্দ।''
প্রসঙ্গত, তাঁর বাবা একজন অবসরপ্রাপ্ত সেনা আধিকারিক বলে নিজেই জানিয়েছিলেন রিয়া চক্রবর্তী।
আরও পড়ুন-সৌভিক, মিরান্ডার পর এবার সুশান্তের রাঁধুনি দীপেশকে গ্রেফতার করল NCB