'তৈমুর একটা গুন্ডা, ইনায়াকে নিয়ে ভয় হয়', বললেন সইফ
ইনায়ার চুল যাতে টেনে না দেয়, তৈমুরকে নিয়ে সেই ভয়েই থাকেন সইফ
!['তৈমুর একটা গুন্ডা, ইনায়াকে নিয়ে ভয় হয়', বললেন সইফ 'তৈমুর একটা গুন্ডা, ইনায়াকে নিয়ে ভয় হয়', বললেন সইফ](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/06/26/125918-toitoiiiiisss.jpg)
নিজস্ব প্রতিবেদন : তৈমুরকে ‘গুন্ডা’ বলে ডাকলেন সইফ আলি খান। তিনি বলেন, ইনায়া এবং তৈমুর যখন একসঙ্গে থাকে, তখন তিনি ভয় পেয়ে যান। ইনায়া এত শান্ত যে তৈমুর ওকে দেখলেই ‘গুন্ডামি’ শুরু করে দেয়। এবং কখন ইনায়ার চুল টেনে দেয় তৈমুর, তিনি সব সময় সেই ভয়ে থাকেন বলেও মন্তব্য করেন সইফ আলি খান। তবে গোটা বিষয়টি বেশ মজা করেই তুলে ধরেন সইফ।
আরও পড়ুন : আলিয়ার সঙ্গে রণবীরের ঘনিষ্ঠতা, কষ্ট পাচ্ছেন ক্যাটরিনা?
একটি সংবাদপত্রের সাক্ষাতকারে সইফ বলেন, তবে করিনার সঙ্গে তাঁর বোন সোহা আলি খানের সম্পর্কও বেশ ভাল। মাতৃত্ব নিয়ে করিনা এবং সোহা বিভিন্ন সময় একে অপরের মতামত বিনিময় করেন বলেও জানান সইফ।
আরও পড়ুন : রণবীর সিং-এর পিছনে ছুটছেন সারা আলি খান! দেখুন ভিডিও
এদিকে বর্তমানে করিশ্মা কাপুরের জন্মদিন উপলক্ষে লন্ডনে রয়েছেন সইফ, করিনা। করিশ্মার ৪৪-তম জন্মদিনে লন্ডনে গ্র্যান্ড সেলিব্রেশনের আয়োজন করেন কাপুররা।