''অনুরাগ যৌন হেনস্থা করতে পারেন না'', বন্ধুর সমর্থনে মুখ খুললেন হনসল মেহেতা
প্রধানমন্ত্রীকে ট্যাগ করে অভিযোগকারিনী পায়েল ঘোষের টুইট নিয়েও সন্দেহ প্রকাশ করেন হনসল মেহেতা।
নিজস্ব প্রতিবেদন : যৌন হেনস্থার অভিযোগে অভিযুক্ত পরিচালক অনুরাগ কাশ্যপ। এই পরিস্থিতিতে তাপসী পান্নু, স্বরা ভাস্করদের পর এবার অনুরাগের সমর্থনে মুখ খুললেন হনসল মেহেতা। তাঁর সাফ কথা, অনুরাগের বিরুদ্ধে এমন অভিযোগ বিশ্বাস করতে পারলাম না। পাশাপাশি প্রধানমন্ত্রীকে ট্যাগ করে অভিযোগকারিনী পায়েল ঘোষের টুইট নিয়েও সন্দেহ প্রকাশ করেন হনসল মেহেতা।
অনুরাগে সমর্থনে মুখ খুলে পরিচালক হনসল মেহেতা একাধিক টুইট করেছেন। একটি টুইটে হনসল লিখেছেন, ''আমি অনুরাগকে ১৯৯৬ সাল থেকে চিনি। ও বরাবরই বিদ্রোহী মানসিকতার, স্পষ্টবাদী। ও সিনেমা, বন্ধুত্ব সববিষয়েই উৎসাহী। ওর সঙ্গে সববিষয়ে হয়ত আমি সহমত হই না। তবে তাতে আমাদের সম্পর্ক বদলে যায়নি।''
আরও পড়ুন-যৌন হেনস্থার দায়ে অভিযুক্ত, অনুরাগের পাশে দাঁড়ালেন তাপসী, স্বরা
1/ i've known @anuragkashyap72 since 1996. he was always rebellious. he was always outspoken. he was always passionate about cinema and his friendships. he had a point of view and i often disagreed with it. that did not change our relationship. in 24 years nothing has changed.
— Hansal Mehta (@mehtahansal) September 20, 2020
হনসল মেহেতা বলেন, ''আমি যৌন হেনস্থা অভিযোগ সবসময় গুরুত্ব দিয়ে ভাবি। তবে যখন ওই মেয়েটি অনুরাগের বিরুদ্ধে অভিযোগ এনেছে শুনেছি, আমি বিরক্তই হয়েছি। অনুরাগ আমার ছোট ভাই, বন্ধুর মত। অনেক খারাপ সময়ে ও আমার পাশে থেকেছে। ও অনেক সময় বোকার মতো কাজ, তবে যৌন হেনস্থা করতে পারে না।ওর বিরুদ্ধে এধরনের অভিযোগ আমায় ব্যথিত, অস্থির করেছে এবং প্রশ্নও জেগেছে যথেষ্ট। এই সময় এধরনের অভিযোগ, তাও আবার প্রধানমন্ত্রীকে ট্যাগ করে।''
2/ i take accusations of sexual harassment seriously and when i heard this young woman accuse anurag i was extremely disturbed. he is a friend, like a younger sibling and somebody who has been with me through some rough times. he can be brash. he can be stupid.
— Hansal Mehta (@mehtahansal) September 20, 2020
3/ but sexual harasser is something i dont want to believe about him. as I write this I'm pained, troubled and full of questions. for one the timing of leveling these accusations. then the tagging of our hon'ble PM.
— Hansal Mehta (@mehtahansal) September 20, 2020
পরের টুইটে হনসল মেহেতা আরও লিখেছেন, ''শেষপর্যন্ত সত্যের জয় হবেই। যে সমস্ত মহিলারা সত্যিই প্রতিনিয়ত যৌন হেনস্থার শিকার হয়, এধরনে মিথ্যাচারে সেই সমস্ত মহিলাদের ক্ষতি হবে। এমন অনেক মহিলা যাঁরা বলতে পারেননা, তাঁদের হয়ে অনুরাগ বহুবার সোচ্চার হয়েছেন।''
1/ i've known @anuragkashyap72 since 1996. he was always rebellious. he was always outspoken. he was always passionate about cinema and his friendships. he had a point of view and i often disagreed with it. that did not change our relationship. in 24 years nothing has changed.
— Hansal Mehta (@mehtahansal) September 20, 2020
হনসল মেহেতা আরও লেখেন, যাঁরা সত্যিই এধরনের কাজ করেন, যৌন হেনস্থা করেন, তাঁদের শান্তি দেওয়ার জন্য মুখ খোলা উচিত। #MeToo এধরনেরই একটা প্রতিবাদ। আবার এই #MeToo মুভমেন্টকেই অনেকে নিজের স্বার্থে ব্যবহার করছেন। এবিষয়ে লিখতে গিয়ে আমি এখনও সমস্যায় পড়ি। আশাকরি সত্য প্রকাশিত হবে।
7/ for their sake and for the sake of punishing every sexual predator out there i hope truth prevails above all other petty agenda and momentary social media gratification. the #metoo movement is way too important. let every victim out there always be heard and justice be done.
— Hansal Mehta (@mehtahansal) September 20, 2020
8/ but in the process let there be no injustice to those who are merely targets of vendetta and vested interests. let the #metoo movement itself not become a target of abuse for somebody's selfish gains. I am still troubled as I write this. I do hope better sense prevails.
— Hansal Mehta (@mehtahansal) September 20, 2020
হনসল মেহেতা আরও লেখেন, ''আমি জানি অনুরাগ, তোমার আমার সমর্থনের প্রয়োজন নেই। আমি জানি তুমি কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ। আমার এই লেখা তোমার জন্য সমর্থন পত্র নয়। তবুও আমি এটা লিখলাম ন্যায়বিচারের জন্য, সত্যের পক্ষে। '' হনসল আরও লেখেন, ''আমাদের দেশের আদালত, আইনের মাধ্যেমে ন্যায় বিচার আসবে।''
9/ @anuragkashyap72 i know you don't need my support, certification or validation. i know you are a tough cookie. but I had to write this nevertheless. this is not a letter of support. this is a plea for truth and for a just outcome. before the rabid tv anchors take over...
— Hansal Mehta (@mehtahansal) September 20, 2020
hopefully justice will be served through the law of the land, through the courts of our country. I urge both the complainant and Anurag to approach the court and ensure justice.
— Hansal Mehta (@mehtahansal) September 20, 2020
প্রসঙ্গত, শনিবার রাতে অভিনেত্রী পায়েল ঘোষ অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনেন। পরে টুইট করে অনুরাগ জানান, পায়েলের অভিযোগ ভিত্তিহীন।
আরও পড়ুন-পায়েল ঘোষের আনা যৌন হেনস্থার অভিযোগে মুখ খুললেন অনুরাগ কাশ্যপ