Govinda: আচমকা বুকে ব্যথা! ভোটপ্রচারের মাঝেই তড়িঘড়ি গোবিন্দাকে নিয়ে ছুট হাসপাতালে...
Govinda: ভোটের প্রচারের সময় আচমকাই বুকে ব্যথা অনুভব করেন গোবিন্দা। সঙ্গে সঙ্গে হেলিকপ্টারে মুম্বই নিয়ে আসা হয়। প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালেও ভর্তি করা হয়।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সম্প্রতি ভোটের প্রচারে গিয়েছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দা। জলগাঁওতে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন অভিনেতা। ভোটের প্রচারে র্যালির মাঝে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। দিন কয়েক আগেই পায়ে গুলি লাগার কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেই রেশ কাটতে না কাটতেই আবারও অসুস্থ হয়েছেন। এই খবরে উদ্বেগ প্রকাশ করেছেন গোবিন্দার ভক্ত-অনুরাগীরা।
জানা গিয়েছে, ভোটের প্রচারের সময় আচমকাই বুকে ব্যথা অনুভব করেন গোবিন্দা। সঙ্গে সঙ্গে হেলিকপ্টারে মুম্বই নিয়ে আসা হয়। প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালেও ভর্তি করা হয়। অতিরিক্ত হাঁটার কারণেই বুকে ও পায়ে ব্যথা অনুভব করেন গোবিন্দা। অভিনেতার এক কাছের বন্ধুও এই বিষয়টা নিশ্চিত করেছেন। সেই সঙ্গে ভক্তদের উদ্দেশে জানিয়েছেন, এখন গোবিন্দা ভালো আছেন। আগের থেকে সুস্থ আছেন। ভয়ের কোনও কারণ নেই। চিকিৎসকরা তাকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।
আরও পড়ুন:Actress Arrested: নিজের কবর নিজেই খুঁড়লেন জনপ্রিয় অভিনেত্রী! বিতর্কিত মন্তব্যের জেরে গ্রেফতার...
উল্লেখ্য, চলতি বছরের ১ অক্টোবর ভুলবশত গোবিন্দার লাইসেন্স করা রিভলবার থেকে গুলিবিদ্ধ হন তিনি। এদিন নিজের রিভলবার লক না থাকায় গুলি ছিটকে লাগে গোবিন্দার হাঁটুতে। গুরুতর আঘাত পেয়ে মুম্বইয়ে হাসপাতালের আইসিইউতে ভর্তি করানো হয় অভিনেতাকে। সূত্রের খবর, গুলি লেগেছে অভিনেতার হাঁটুতে। ঘটনাটি ঘটে মঙ্গলবার ভোর ৪.৪৫ নাগাদ। সেই সময় বাড়িতে একাই ছিলেন অভিনেতা। তিনি তাঁর চিকিত্সককে ফোন করলে ভোর ৫টায় তিনিই গোবিন্দাকে নিয়ে যান হাসপাতালে। হাসপাতালে নিয়ে যাওয়ার পরেই তাঁর পা থেকে গুলি বের করে দেন ডাক্তাররা। পায়ে প্রায় ১০টি স্টিচ পড়েছে অভিনেতার। পুলিস জানায়, গুলি চালানোর পর পুলিস ঘটনাস্থলে পৌঁছে গোবিন্দার বন্দুকটি নিজেদের হেফাজতে নেয়। এরপরই মামলার তদন্ত শুরু করেছে পুলিস।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)