অসুস্থ অভিনেত্রী, মাঝ রাতেই স্ত্রীকে হাসপাতালে নিয়ে ছুটলেন স্বামী
সোশ্যাল হ্যান্ডেলে প্রকাশ করেন খবর
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/styles/zm_98x58/public/2019/01/29/172471-joyeeta71235.jpg?itok=ojXuRS4o)
![অসুস্থ অভিনেত্রী, মাঝ রাতেই স্ত্রীকে হাসপাতালে নিয়ে ছুটলেন স্বামী অসুস্থ অভিনেত্রী, মাঝ রাতেই স্ত্রীকে হাসপাতালে নিয়ে ছুটলেন স্বামী](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/05/05/248274-sammm.jpg)
নিজস্ব প্রতিবেদন: অসুস্থ হয়ে পড়লেন সম্ভাবনা শেঠ। জনপ্রিয় ভোজপুরি অভিনেত্রী তথা বিগ বসের প্রাক্তন প্রতিযোগী সম্ভাবনা শেঠের অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই তাঁর ভক্তদের মধ্যে জোর গুঞ্জন শুরু হয়ে যায়।
সম্ভাবনার স্বামী অবিনাশ দ্বিবেদী স্ত্রীর অসুস্থতার খবর সামনে আনেন। অভিনেত্রীর ইনস্টাগ্রামেই ওই খবর প্রকাশ করেন অবিনাশ দ্বিবেদী।
দেখুন...
তবে সম্ভাবনার কী হয়েছে সে বিষয়ে কিছু জানাননি। তবে অুস্থ হওয়ার পর সম্ভাবনাকে শিগিগরই হাসপাতালে নিয়ে যাওযা হয় বলে খবর। তবে বিগ বসের প্রাক্তন প্রতিযোগী যাতে শিগিগরই সুস্থ হয়ে যান, সে বিষয়ে আশা প্রকাশ করেন অভিনেতা, অভিনেত্রীরা।
ভোজপুরি ছবিতে অভিনয়ের পাশাপাশি বলিউডের বেশ কয়েকটি আইটেম নম্বরে দেখা যায় সম্ভবনা শেঠকে। এরপর সমনের রিয়েলিটি শো বিগ বসের ঘরে হাজির হওয়ার পর থেকে জনপ্রিয়তা আরও বেশি করে বাড়তে শুরু করে সম্ভাবনার।