Jacqueline Fernandez: ২০০ কোটির তোলাবাজি মামলায় নাম! মুম্বই বিমানবন্দরে 'আটক' জ্যাকলিন
কেন্দ্রীয় তদন্ত সংস্থার দাবি, সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে জ্যাকলিনের আর্থিক লেনদেনের প্রমাণ পাওয়া গিয়েছে
![Jacqueline Fernandez: ২০০ কোটির তোলাবাজি মামলায় নাম! মুম্বই বিমানবন্দরে 'আটক' জ্যাকলিন Jacqueline Fernandez: ২০০ কোটির তোলাবাজি মামলায় নাম! মুম্বই বিমানবন্দরে 'আটক' জ্যাকলিন](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/12/05/356770-7.jpg)
নিজস্ব প্রতিবেদন: মুম্বই বিমানবন্দরে আটকে দেওয়া হল অভিনেতা জ্যাকলিন ফার্নান্ডেজকে। ইডি সূত্রে খবর, মুম্বই থেকে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লি আনা হচ্ছে অভিনেতাকে। তাঁর বিরুদ্ধে লুক আউট সার্কুলার জারি করেছিল ইডি।
রবিবার শো করতে দুবাই যাচ্ছিলেন জ্যাকলিন। বিমানে ওয়ার সব প্রক্রিয়া শেষ করার পরই তাঁকে লুক আউট সার্কুলার দেখিয়ে আটকে দেয় মুম্বই বিমানবন্দরের ইমিগ্রেশন অফিসাররা। সুকেশ চন্দ্রশেখর তোলাবাজি মামলায় নাম জড়িয়েছে অভিনেতার।
ইতিমধ্য়েই দিল্লি আদালতে সুকেশ চন্দ্রশেখর ও আরও কয়েকজনের বিরুদ্ধে ২০০ কোটি টাকা তোলাবাজির তদন্তে চার্জশিট জমা দিয়েছে ইডি। অভিযোগ, তিহাড় জেলে আটক এক ব্যবসায়ীর স্ত্রীর কাছে থেকে ২০০ কোটি টাকা আদায় করেছে চন্দ্রশেখর ও তার সাঙ্গপাঙ্গরা।
আরও পড়ুন-INDvsNZ: মাঠে নেমে এল স্পাইডার ক্যামেরা, খেলায় মাতলেন Ravichandran Ashwin, ভিডিও ভাইরাল
কেন্দ্রীয় তদন্ত সংস্থার দাবি, সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে জ্যাকলিনের আর্থিক লেনদেনের প্রমাণ পাওয়া গিয়েছে। চন্দ্রশেখর একটি ৫২ লাখ টাকা দামের একটি ঘোড়া ও ৯ লাখ টাকা দামের একটি পার্সিয়ান বিড়াল জ্যাকলিনকে উপহার দিয়েছে চন্দ্রশেখর। এছাড়াও মোট ১০ কোটি টাকা দেওয়া হয়েছে জ্যাকলিনকে।
ওই লেনদেনের তদন্ত করতে নেমে জ্যাকলিনের হদিস পান ইডির গোয়েন্দারা। সেই তদন্ত এখনও চলছে। ফলে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জ্য়াকলিনকে। জ্যাকলিন ছাড়াও ইডির চার্জশিটে রয়েছেন অভিনেতা নোরা ফাতেহি। তাকে ইতিমধ্যেই জেরা করা হয়েছে।