সঞ্জয় দত্তের সঙ্গে দেখা যাবে প্রাক্তন মাধুরীকে?
১৯৯৩ সালে মুম্বই বিস্ফোরণের সময়ই সঞ্জয় দত্তের সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় মাধুরীর।
![সঞ্জয় দত্তের সঙ্গে দেখা যাবে প্রাক্তন মাধুরীকে? সঞ্জয় দত্তের সঙ্গে দেখা যাবে প্রাক্তন মাধুরীকে?](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/03/20/113947-pagemadhuri-sanjayyyy.jpg)
নিজস্ব প্রতিবেদন : ১৯৮৮ সালে ‘খতরো কি খিলাড়ি’-র সময় থেকে তাঁদের সম্পর্কের সূত্রপাত। এরপর ‘খলনায়ক’, ‘জয়দেবা’, ‘মহান্ত’, ‘সজন’-এর মত একাধিক সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন তাঁরা। সেই থেকে সঞ্জয় দত্ত-মাধুরী দীক্ষিতের সম্পর্ক নিয়ে বি টাউনে জোর গুঞ্জন শুরু হয়। কিন্তু, ১৯৯৩ সালে মুম্বই বিস্ফোরণের সময়ই সঞ্জয় দত্তের সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় মাধুরীর। এরপরই শ্রীরাম নেনে-র সঙ্গে সাতপাক ঘুরে বিদেশে পাড়ি দেন বলিউডের ‘ধকধক গার্ল’। কিন্তু, এত বছর পর এবার নাকি ফের সঞ্জয় দত্তের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন মাধুরী।
আরও পড়ুন : করিনা কি প্রতারণা করেছেন শাহিদের সঙ্গে?
জানা যাচ্ছে, করণ জহরের ‘সিদ্দাত’-এ নাকি সঞ্জয় দত্তের সঙ্গে দেখা যেতে পারে মাধুরী দীক্ষিতকে। করণের ওই সিনেমায় প্রথমে শ্রীদেবীর অভিনয়ের কথা ছিল। কিন্তু, বলিউডের প্রথম সুপারস্টারের মৃত্যুর পর ওই সিনেমায় মাধুরীকে দেখা যেতে পারে বলে খবর।