করোনা আবহেই গাঁটছড়া বাঁধলেন Evelyn Sharma
সাদা রঙয়ের বিয়ের গাউনে দেখা গেল অভিনেত্রীকে। তুষাণ পরে ছিলেন ফর্মাল স্যুট।
![করোনা আবহেই গাঁটছড়া বাঁধলেন Evelyn Sharma করোনা আবহেই গাঁটছড়া বাঁধলেন Evelyn Sharma](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/06/07/324664-evelyn-sharma.jpg)
নিজস্ব প্রতিবেদন: অভিনেত্রী ইভলিন শর্মা বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন অনেক দিনের প্রেমিক তুষাণ ভিন্দির সঙ্গে। তুষাণ পেশায় ডেন্টাল সার্জেন এবং বর্তমানে অস্ট্রেলিয়ায় থাকেন। সোমবার তাদের বিয়ের ছবি প্রকাশ্যে আনলেন ইভলিন।
সাদা রঙয়ের বিয়ের গাউনে দেখা গেল অভিনেত্রীকে। তুষাণ পরে ছিলেন ফর্মাল স্যুট। গত ১৫ মে অষ্ট্রেলিয়ার ব্রিসবানেতে একটি ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে বিয়ের বন্ধনে আবদ্ধ হন তারা। যেখানে উপস্থিত ছিলেন শুধু দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা।
জার্মান মডেল ইভলিন শর্মাকে দেখা গিয়েছে ইয়ারিয়ান ও ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি-র মতো ছবিতে। শাহো- ছবির মাধ্যমে দক্ষিণী ছবিতে অভিষেক হয় অভিনেত্রীর।
আরও পড়ুন, Yami Gautam-কে রাধে মা-র সঙ্গে তুলনা, বিক্রান্তকে চটি মারবেন, বললেন Kangana
সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করতেই অনুরাগীদের শুভেচ্ছাবার্তায় ভরে গিয়েছে।