ওয়াইনের গ্লাসে চুমুক, ভাইরাল দীপিকার ভিডিয়ো
দীপিকার ফ্যান পেজের তরফে শেয়ার করা হয় ভিডিয়ো
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/styles/zm_98x58/public/2019/01/29/172471-joyeeta71235.jpg?itok=ojXuRS4o)
![ওয়াইনের গ্লাসে চুমুক, ভাইরাল দীপিকার ভিডিয়ো ওয়াইনের গ্লাসে চুমুক, ভাইরাল দীপিকার ভিডিয়ো](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/05/11/249582-dippi-on-wine.jpg)
নিজস্ব প্রতিবেদন: মারণ ভাইরাসের সংক্রমণের জেরে এবার বসেনি মেট গালার আসর। ফলে হাই প্রোফাইল অনুষ্ঠানের আসরে হাজির হতে পারেননি তারকারা। সেই তালিকা থেকে বাদ পড়েননি প্রিয়াঙ্কা চোপড়া এবং দীপিকা পাডুকনও। শ্যুটিং থেকে সময় বের করে পিগি, দীপ্পিরা হাজির হতেন মেট গালার আসরে কিন্তু এবার মারণ ভাইরাসের সংক্রমণের জেরে তাঁরা বসে রয়েছেন বাড়িতেই।
আরও পড়ুন : করোনা থেকে বাঁচতে ৩ সন্তানকে নিয়ে লস এঞ্জেলসে পাড়ি দিলেন সানি লিওন!
সম্প্রতি মুক্তি পায় মেট গালার লাল গালিচার অনুষ্ঠানের বাইরে প্রাইভেট পার্টির ছবি। যেখানে প্রিয়াঙ্কা চোপড়া এবং দীপিকা পাডুকনের সঙ্গে নতাশা পুনাওয়ালাকেও পার্টি করতে দেখা যায়। সেই ছবির রেশ কাটতে না কাটতেই এবার ভাইরাল হল দীপিকা পাডুকনের একটি ছবি এবং ভিডিয়ো।
দেখুন ভিডিয়ো...
যেখানে মেট গালার লাল গালিচায় হাজির হওয়ার আগে সাজগোজ শেষ করে ওয়াইনে চুুমুক দিতে দেখা যায় দীপিকাকে। বলিউড অভিনেত্রীর সেই ছবি এবং ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায় হু হু করে।