অ্যাসিড আক্রান্তের লড়াইকে কুর্ণিশ, লক্ষ্মী অগরওয়ালের সঙ্গে ফটোশ্যুট দীপিকার
ফেমিনা ম্যাগাজিনের ফটোশ্য়ুট করেন দীপিকা ও লক্ষ্মী
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/styles/zm_98x58/public/2019/01/29/172471-joyeeta71235.jpg?itok=ojXuRS4o)
![অ্যাসিড আক্রান্তের লড়াইকে কুর্ণিশ, লক্ষ্মী অগরওয়ালের সঙ্গে ফটোশ্যুট দীপিকার অ্যাসিড আক্রান্তের লড়াইকে কুর্ণিশ, লক্ষ্মী অগরওয়ালের সঙ্গে ফটোশ্যুট দীপিকার](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/01/06/227328-887992-deepikapadukone-laxmiagarwal-chhapaaktitletrack2.jpg)
নিজস্ব প্রতিবেদন: ফেমিনা ম্যাগাজিনের কভারের জন্য এবার ফটোশ্য়ুট করলেন দীপিকা পাডুকন৷ অ্য়াসিড আক্রান্ত লক্ষ্মী অগরওয়ালকে নিয়েই ফেমিনার জন্য ফটোশ্যুট করেন দীপিকা৷ লক্ষ্মীর সঙ্গে দীপিকার ওই ফটোশ্যুটের ছবি এবং ভিডিয়ো প্রকাশ্যে আসার পরই তা ভাইরাল হয়ে যায়৷
আরও পড়ুন : এ যেন 'আদিম প্রেম', আদিত্য-দিশার রসায়নে ঝড় উঠল ইন্টারনেটে
দেখুন...
বর্তমানে ছপক-এর প্রমোশন শুরু করেছেন দীপিকা পাডুকন৷ রাজি-র পরিচালক মেঘনা গুলজারের পরিচালনায় এই গল্পে উঠে এসেছে অ্যাসিড আক্রান্ত লক্ষ্মী অগরওয়ালের জীবনের লড়াই৷ লক্ষ্মী এবং তাঁর লড়াইকে কুর্ণিশ জানিয়ে, তাঁর চরিত্রে অভিনয় করছেন দীপিকা পাডুকন৷ পরিচালক মেঘনা গুলজারের এই সিনেমায় দীপিকার সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন অভিনেতা বিক্রান্ত মেসি৷
আরও পড়ুন : 'চুপ কেন, কিছু তো বলুন', JNU কাণ্ডে নীরবতা নিয়ে অমিতাভকে বিঁধলেন নেটিজেনরা
ছপক মুক্তির আগে তাই লক্ষ্মী অগরওয়ালকে নিয়েই সিনেমার প্রমোশন করছেন মেঘনা গুলজার, বিক্রান্ত মেসি এবং দীপিকা পাডুকনরা৷ এবার প্রমোশনের পাশাপাশি লক্ষ্মী অগরওয়ালকে নিয়ে ফেমিনার ফটোশ্যুটও করতে শুরু করেছেন বলিউডের এই প্রথম সারির অভিনেত্রী৷