আবার বিয়ে করলেন আফতাব শিবদাসানি, জানেন কাকে?
Updated By: Sep 1, 2017, 01:08 PM IST
![আবার বিয়ে করলেন আফতাব শিবদাসানি, জানেন কাকে? আবার বিয়ে করলেন আফতাব শিবদাসানি, জানেন কাকে?](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/09/01/92459-aftab-1-9-17.jpg)
ওয়েব ডেস্ক: বলিউড অভিনেতা আফতাব শিবদাসানিকে আমরা অনেক ছবিতে অভিনয় করতে দেখেছি। যদিও তাঁকে এখন খুব বেশি ছবিতে অভিনয় করতে দেখা যায় না। কিন্তু দর্শক মোটেই তাঁকে ভুলে যায়নি। সদ্যই তিনি আবার বিয়ে করেছেন আর সোশ্যাল মিডিয়ায় তাঁর বিয়ের ছবি পোস্ট করেছেন। কাকে বিয়ে করলেন আবার?
২০১৪ সালের ৫ জুন তারিখে পাঞ্জাবি মেয়ে নিন দুসাঞ্জকে বিয়ে করেন আফতাব। আদালতে গিয়ে রেজিস্ট্রি ম্যারেজ করে নেন তিনি। তবে সামাজিকভাবে তখন বিয়ে হয়নি তাঁর। আর তাই আবার বিয়ে করলেন আফতাব। তবে চমকাবেন না, অন্য কাউকে নয়, স্ত্রী নিনকেই এবার ধর্মীয় মতে বিয়ে করলেন তিনি। শ্রীলঙ্কায় তাঁর দ্বিতীয়বার বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় নিজেই পোস্ট করেছেন। দেখে নিন তাঁর বিয়ের ছবিগুলি-