Bigg Boss OTT: বিতর্কের মুখে Raqesh, অভিনেতাকে 'Sexist' তকমা Karan-এর
করণকে সমর্থন করেছেন মুজ।
![Bigg Boss OTT: বিতর্কের মুখে Raqesh, অভিনেতাকে 'Sexist' তকমা Karan-এর Bigg Boss OTT: বিতর্কের মুখে Raqesh, অভিনেতাকে 'Sexist' তকমা Karan-এর](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/09/13/345094-untitled-26.jpg)
নিজস্ব প্রতিবেদন: সমালোচনার মুখে বিগ বসের অন্যতম প্রতিযোগী রাকেশ বাপাট(Raqesh Bapat), সৌজন্যে করণ জোহার (Karan Johar)। এবার রাকেশকে সেক্সিস্ট তকমা দিলেন তিনি। গত রবিবার বিগ বসের স্পেশাল পর্বে রাকেশের সমালোচনায় মুখর হয়েছিলেন এই শোয়ের সঞ্চালক করণ। সম্প্রতি শমিতার সঙ্গে সম্পর্ক ভেঙেছেন রাকেশ। শমিতার (Shamita Shetty) দাবি দিব্যার প্রতি আকৃষ্ট হওয়ার কারণেই তাঁকে ছেড়ে গেছেন রাকেশ। এরই মাঝে আহত হন শমিতা। টাস্ক চলাকালীন সময়ে সেই প্রসঙ্গেই রাকেশ প্রতীককে বলেন যে, 'মেয়েদের তুলনায় ছেলেরা শক্তিশালী।' তাঁর সেই বক্তব্যকেই কটাক্ষ করেন করণ। তিনি বলেন যে, 'আমরা যে দুনিয়ায় বাস করছি সেখানে কি আদৌ এই কথাগুলো প্রযোজ্য?'
আরও পড়ুন: 'কিছুতেই টাইট দিতে পারছি না এই মহিলাকে' Debashree Roy-কে এ কী বললেন Moumita!
রাকেশ অবশ্য করণের এই অভিযোগ একেবারেই অস্বীকার করেছেন। তিনি বলেন, ''আমি জানি একজন মহিলা কতোটা শক্তিশালী। আমি যেই বাড়িতে বড় হয়েছি সেখানে মহিলারাই পুরো সংসারের দায়িত্বে।'' করণকে সাপোর্ট করেছেন মুজ। রাকেশের এই বক্তব্যের সময়েই মুজ তাঁকে বলেছিলেন যে, লিঙ্গবৈষম্যের সঙ্গে শক্তির কোনও সম্পর্ক নেই। তবে সবাইকে চমকে দিয়ে সেসময় রাকেশের পক্ষ নিয়েছিলেন শমিতা। তাঁর মতে রাকেশের কথার ভুল ব্যাখা করা হয়েছে। করণ বলেন, ''এই ধরনের মন্তব্যকে তিনি অগ্রাহ্য করতে পারেন না।'' সবশেষে করণ বলেন, ''রাকেশকে বোঝা মুশকিলই নয়, অসম্ভব।''