'সব রেডিমেড কেন'? ভাই ফোঁটা নিতে গিয়ে বোনকে প্রশ্ন বুম্বা দা'র
Updated By: Nov 13, 2015, 12:12 PM IST
!['সব রেডিমেড কেন'? ভাই ফোঁটা নিতে গিয়ে বোনকে প্রশ্ন বুম্বা দা'র 'সব রেডিমেড কেন'? ভাই ফোঁটা নিতে গিয়ে বোনকে প্রশ্ন বুম্বা দা'র](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2015/11/13/45017-15bhaifota.jpg)
'ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দূয়ারে পড়ল কাঁটা'। ভাই প্রসেনজিৎকে 'চন্দন ফোঁটা' দিলেন বোন পল্লবী। সেলেবদের ভাই ফোঁটার পরবে এই ছবি চিরন্তন। প্রতি বছরই বোনের বাড়ি এসে ফোঁটা নেন টলিউডের 'ওয়ান ম্যান আর্মি' প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
ভাই ফোঁটা নিতে নিতে বোনের কাছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নালিশ, " আগে সব কিছু হাতে বানানো হত, এখন সব রেডিমেড"। উত্তরে কেবলই মিষ্টি হাসি হাসলেন বোন পল্লবী। আজ সারাদিন বোনের বাড়িতেই কাটাবেন 'বাংলার হিরো'। খাওয়া-দাওয়া, জমিয়ে আড্ডা এই প্ল্যানেই কাটবে গোটা দিন।
ভাই ফোঁটা পরবে নিজের ভাই সোহমকে ফোঁটা দিলেন দিদি অপরাজিতা।