ভিকি ডোনারের পর ফের একসঙ্গে আয়ুষ্মান খুরানা এবং অনু কাপুর
সম্প্রতি নিজের টুইটার হ্যান্ডেলে অনু কাপুরের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন আয়ুষ্মান।
![ভিকি ডোনারের পর ফের একসঙ্গে আয়ুষ্মান খুরানা এবং অনু কাপুর ভিকি ডোনারের পর ফের একসঙ্গে আয়ুষ্মান খুরানা এবং অনু কাপুর](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2019/04/21/188179-vouiejegayushamann625x30021april19.jpg)
নিজস্ব প্রতিবেদন: প্রায় ৭ বছর পর একসঙ্গে কাজ করবেন আয়ুষ্মান খুরানা এবং অনু কাপুর। এর আগে ভিকি ডোনার ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দুজনকে। এবার "ড্রিম গার্ল" ছবিতে কাজ করবেন আয়ুষ্মান এবং অনু।
আরও পড়ুন: অনলাইনে ফাঁস 'কলঙ্ক', বক্সঅফিসে ক্ষতির আশঙ্কা ছবির নির্মাতাদের
সম্প্রতি নিজের টুইটার হ্যান্ডেলে অনু কাপুরের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন আয়ুষ্মান। সঙ্গে ক্যাপশনে লিখেছেন, 'ভিকি ডোনার'-এর সাত বছর পূর্ণ হল আর এখনই আমরা 'ড্রিম গার্ল' এর জন্য একসঙ্গে শুটিং করছি। ছবিতে অন্নু কাপুর আমার বাবার ভূমিকায় অভিনয় করছেন।"
প্রসঙ্গত, গত ২০১২-তে মুক্তি পেয়েছিল সুজিত সরকার পরিচালিত ভিকি ডোনার। ছবিতে আয়ুষ্মানের বিপরীতে ছিলেন ইয়ামি গৌতম। ছবির ঝুলিতে এসেছিল জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। ভিকি ডোনারের অনুকরণে বানানো হয়েছিল একটি তেলেগু ছবিও।
উল্লেখ্য,বালাজি মোশন পিকচারের ব্যানারে, রাজ সান্ডিল্যর পরিচালনায় চলছে ছবির কাজ। ছবিতে আয়ুষ্মানের বিপরীতে দেখা যাবে নুসরত ভারুচাকে। এই জুটির এটিই প্রথম কাজ।