Arjun Kapoor Injured: সইফের পর গুরুতর আহত অর্জুন কাপুর! তড়িঘড়ি ছুটলেন হাসপাতালে...

Arjun Kapoor: সইফকাণ্ডের জেরে রীতিমত ভয়ে গোটা বলিউড। এরই মাঝে ফের গুরুতর আহত জনপ্রিয় অভিনেতা। জানা গিয়েছে, অর্জুনের মাথার উপর ছাদ ধসে পড়ে। দুর্ঘটনায় অভিনেতার কনুই এবং মাথাতে চোট লেগেছে। 

Updated By: Jan 18, 2025, 01:41 PM IST
Arjun Kapoor Injured: সইফের পর গুরুতর আহত অর্জুন কাপুর! তড়িঘড়ি ছুটলেন হাসপাতালে...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গুরুতর আহত বলিউড অভিনেতা অর্জুন কাপুর। তড়িঘড়ি অভিনেতাকে ছুটতে হয় হাসপাতালে। জানা গিয়েছে, অর্জুনের মাথার উপর ছাদ ধসে পড়ে। দুর্ঘটনায় অভিনেতার কনুই এবং মাথাতে চোট লেগেছে। 

সম্প্রতি অভিনেতা তাঁর পরবর্তী ছবি 'মেরে হাজবেন্ড কি বিবি' শ্যুটিংয়ে ব্যস্ত। সেই ছবির গানের শ্য়ুটিং চলছিল ইম্পেরিয়াল প্যালেসে। যেখানে অর্জুন কাপুর-সহ ভূমি পেডনেকর, জ্যাকি ভগনানি এবং পরিচালক মুদাসার আজিজও উপস্থিত ছিলেন। গানেট শ্যুটিং চলাকালীন সেখানের ছাদ ধসে যায়। সূত্রের খবর, সেটে থাকা সাউন্ড সিস্টেমের তীব্র কম্পনের কারণ ছাদটি ভেঙে পড়ে। দুর্ঘটনায় অর্জুন কাপুরের সঙ্গে একজন ক্রু সদস্যের মেরুদণ্ডে আঘাত লাগে।

অশোক প্রকাশ করেছেন যে, অর্জুন কাপুরের কনুই এবং মাথায় গুরুতর চোট লাগে। অন্য়দিকে, DOP মনু আনন্দের বুড়ো আঙুল ভেঙে যায়। 

গানের কোরিওগ্রাফার বিজয় গঙ্গোপাধ্যায় বলেন, 'আমরা তখন মনিটরের পিছনে ছিলাম। আচমকাই ছাদ ধসে পড়ে। ভাগ্যবশত, কিছুটা অংশ ভেঙে পড়ে। পুরো ছাদ ভেঙে পড়লে ভয়ংকর বিপদ হতে পারত। কিন্তু আমাদের কিছু লোক আহত হয়েছে। এই ধরণের পুরনো সেট প্রায়শই শ্যুটিংয়ের জন্য ব্যবহার করা হয়। প্রোডাকশন কোম্পানি আগে থেকেই জায়গাটির নিরাপত্তা নিশ্চিত করে। তবে অনেক সময়  অবস্থানের নিরাপত্তা সঠিকভাবে হয় না৷ এবারেও শ্যুটিংয়ের জন্য প্রস্তাব দেওয়ার আগে যাচাই করা হয়েছিল।'

আরও পড়ুন:Sanjay Roy | R G Kar Incident: কয়েক ঘণ্টার মধ্যেই রায়! সাজা ঘোষণার আগে ফিরে দেখা সঞ্জয়ের 'বিতর্কিত' অতীত...

প্রসঙ্গত, 'মেরে হাজবেন্ড কি বিবি' ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন অর্জুন কাপুর, ভূমি পেডনেকর এবং রকুল প্রীত সিং। চলতি বছরের ২১ ফেব্রুয়ারি ছবিটি মুক্তি পাবে।

উল্লেখ্য, সইফ আলি খানকাণ্ডে রীতিমত উদ্বেগের মধ্যে গোটা বলিউড। বুধবার মধ্যরাতে আততায়ীর ছুরির আঘাতে গুরুতর আহত হন তিনি। এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি সাইফের বাড়িতে ঢুকে পরিচারিকার সঙ্গে ঝগড়া শুরু করে। সইফের কানে আওয়াজ যেতেই তিনি তৎপর হয়ে ওঠেন। বিষয়টি থামানোর চেষ্টা করলে ওই ব্যক্তি তাঁকে ছুরি দিয়ে আঘাত করে। 

ঘটনার প্রায় আড়াই দিন পার। এখন অধরা হামলাকারী। দিকে হামলাকারী ব্যক্তির একের পর এক সিসিটিভি ফুটেজ সামনে আসছে। বাড়ির পিছনের সিঁড়ি দিয়ে মুখ ঢেকে উপরে ওঠা। ওই সিসিটিভি ফুটেজ দেখেই অভিযুক্তকে খোঁজার চেষ্টা করছে মুম্বই পুলিস। সইফের উপর হামলার ঘটনার প্রায় ছয় ঘন্টা পরে, সকাল ৯টা নাগাদ মুম্বইয়ের দাদর এলাকায় একটি দোকান থেকে হেডফোন কিনতে গিয়ে সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েন হামলাকারী।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.