সত্যিই কি পাকিস্তানি অভিনেত্রীর সঙ্গে প্রেম করছেন রণবীর?
Updated By: Sep 26, 2017, 08:44 PM IST
![সত্যিই কি পাকিস্তানি অভিনেত্রীর সঙ্গে প্রেম করছেন রণবীর? সত্যিই কি পাকিস্তানি অভিনেত্রীর সঙ্গে প্রেম করছেন রণবীর?](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/09/26/94672-r-m.jpg)
ওয়েব ডেস্ক : রণবীর কাপুর কি পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খানের সঙ্গে প্রেম করছেন? সম্প্রতি এমনই প্রশ্ন ঘোরাফেরা করছে বিভিন্ন মহলে। দুবাইয়ের পর নিউ ইয়র্কে যখন ফের রণবীরের সঙ্গে মাহিরার ছবি প্রকাশ্যে এল, তখন সেই জল্পনায় যেন আরও ঘৃতাহুতি পড়ে। সেই রেশ কাটতে না কাটতেই এবার ফের রণবীর-মাহিরার আরও একটি ছবি নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে।
দেখুন সেই ছবি..
এবার ছবি দেখে বুঝতেই পারছেন, রণবীর, মাহিরা-একে অপরের সঙ্গে বেশ ভালভাবেই সময় কাটাচ্ছেন। তবে রণবীর কিংবা মাহিরা এ বিষয়ে কোনও মন্তব্য না করলেও, নেটিজেনদের একাংশ কিন্তু ছবিটি নিয়ে ইতিমধ্যেই তোলপাড় শুরু করে দিয়েছেন।