মহেশ ভাটের ছবিতে জিৎ গঙ্গোপাধ্যায়ের সুরে প্লে-ব্যাক করছেন আলিয়া

'হাইওয়ে', 'বদ্রীনাথ কী দুলহনিয়া', 'উড়তা পাঞ্জাব' ছবিতেও অভিনয়ের পাশাপাশি প্লে-ব্যাক করেছিলেন তিনি।  

Updated By: Jul 15, 2019, 12:26 PM IST
মহেশ ভাটের ছবিতে জিৎ গঙ্গোপাধ্যায়ের সুরে প্লে-ব্যাক করছেন আলিয়া

নিজস্ব প্রতিবেদন: অভিনয় নয় এবার নতুন ভূমিকায় দেখা যাবে আলিয়া ভাটকে। বাবা মহেশ ভাটের ছবি 'সড়ক-২'-এর জন্য প্লে-ব্যাক করতে চলেছেন আলিয়া। তবে তিনি যে এই কাজ এক্কেবারেই প্রথম করছেন তেমনটাও নয়। এর আগে 'হাইওয়ে', 'বদ্রীনাথ কী দুলহনিয়া', 'উড়তা পাঞ্জাব' ছবিতেও অভিনয়ের পাশাপাশি প্লে-ব্যাক করেছিলেন তিনি।  

প্রায় দু'দশক পর 'সড়ক-২'-এর মাধ্যমে ফের একবার পরিচালনায় ফিরছেন মহেশ ভাট। তাঁর এই ছবি নিয়ে স্বভাবতই তাই সিনেমাপ্রেমী মধ্যে আগ্রহ রয়েছেই। মহেশ ভাটের 'সড়ক-২'-এ রয়েছে একাধিক চমক। সড়ক২-এ প্রথমবারের জন্য মহেশ ভাটের দুই কন্যা পূজা ভাট ও আলিয়া ভাটকে একসঙ্গে অভিনয় করতে দেখা যাবে। আবার এই ছবিতে দেখা যাবে টলিউড অভিনেতা যীশু সেনগুপ্তকেও। জানা যাচ্ছে, এই ছবির গানে সুর দিচ্ছেন বাংলার জিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর দেওয়া সুরেই গান গাইবেন আলিয়া। সড়ক-২-এর জন্য গানটি ইতিমধ্যেই তৈরি করে ফেলেছেন জিৎ গঙ্গোপাধ্যায়, তবে গানের কথায় মহেশ ভাটের পরামর্শে এখনও কিছু পরিবর্তন হতে পারে বলে জানা যাচ্ছে। তবে শুধু জিৎ গঙ্গোপাধ্যায়ই নন, এই ছবির বেশ কয়েকটি গানের দায়িত্বে রয়েছেন আরও এক বাঙালি সুরকার সমিধ মুখোপাধ্যায়ের উপর। 

আরও পড়ুন-ভিকি কৌশলের 'উরি' দেখে অনুপ্রাণিত, নৌসেনায় যোগ দিলেন এক ভক্ত

জানা যাচ্চে, আগামী অগস্ট মাসে 'উটি'-তে শ্যুটিং শেষে টিম সড়ক মুম্বই ফিরে আসার পরই সিনেমার জন্য গানের ফাইনাল ট্র্যাক রেকর্ড করা হবে।  প্রসঙ্গত, ১৯৯১ সালে মুক্তিপ্রাপ্ত পূজা ভাট ও সঞ্জয় দত্তের হিট ছবি 'সড়ক'। সড়ক ২ হল তারই রিমেক। ২০ সেপ্টেম্বর বাবা মহেশ ভাটের জন্মদিনেই তাঁর 'সড়ক ২' এর পরিচালনার কথা ঘোষণা করেন পূজা ভাট। ১৯৯১ সালে সড়ক ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল পূজা ভাট ও সঞ্জয় দত্তকে। 'সড়ক ২' ছবিতেও আবারও দেখা যাবে এই জুটিকে। পাশাপাশি এই ছবিতে দেখা যাবে আলিয়া ভাট ও আদিত্য রয় কাপুরকে।  আর এই ছবির হাত ধরেই বাবা মহেশ ভাট ও দিদি পূজা ভাটের সঙ্গে প্রথমবার কাজ করতে চলেছেন আলিয়া। 

আরও পড়ুন-সাংবাদিকের সঙ্গে অভব্য আচরণ, কঙ্গনাকে বয়কটের সিদ্ধান্তে সমর্থন প্রেস ক্লাব অব ইন্ডিয়ার

.