সম্পর্ক ছেদের পর এবার ফের মাধুরীর হাত ধরলেন সঞ্জয় দত্ত
করণের সিনেমায় স্ক্রিন শেয়ার না করলেও, অভিষেক বর্মণ-এর পরবর্তী সিনেমায় ‘ধকধক গার্ল’-এর সঙ্গে দেখা যাবে মাধুরী দীক্ষিতকে।
![সম্পর্ক ছেদের পর এবার ফের মাধুরীর হাত ধরলেন সঞ্জয় দত্ত সম্পর্ক ছেদের পর এবার ফের মাধুরীর হাত ধরলেন সঞ্জয় দত্ত](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/04/17/117607-pagemadhu.jpg)
নিজস্ব প্রতিবেদন : করণ জহরের সিনেমায় তাঁদের একসঙ্গে দেখা যাবে বলে শোনা গিয়েছিল। কিন্তু আচমকাই মাধুরী দীক্ষিতের সঙ্গে শেষ পর্যন্ত সঞ্জয় দত্তকে দেখা যাবে না বলেই খবর পাওয়া যায়। করণের সিনেমায় স্ক্রিন শেয়ার না করলেও, অভিষেক বর্মণ-এর পরবর্তী সিনেমায় ‘ধকধক গার্ল’-এর সঙ্গে দেখা যাবে মাধুরী দীক্ষিতকে।
আরও পড়ুন : নবরূপে সইফ কন্যা সারা
পিঙ্কভিলার খবর অনুযায়ী, ব্যক্তিগতভাবে যে সম্পর্ক-ই হোক না কেন, সঞ্জয় দত্তের সঙ্গে এবার স্ক্রিন শেয়ারে কোনও আপত্তি নেই বলেই মত প্রকাশ করেছেন মাধুরী দীক্ষিত। অর্থাত, ‘খলনায়ক’-এর পর প্রায় ২৫ বছর পর এবার ফের একসঙ্গে দেখা যাবে সঞ্জয় দত্ত এবং মাধুরী দীক্ষিতকে।
আরও পড়ুন : সিনেমায় চুম্বন বা নুড হলে, স্বামীর আপত্তি নেই, বললেন সুরভিন
যদিও সঞ্জয় দত্ত এবং মাধুরী দিক্ষীত-ই বলিউডের প্রথম জুটি নন, সম্পর্ক ভেঙে গেলেও যাঁদের একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে। এর আগে ‘যব উই মেট’-এ করিনা কাপুরের সঙ্গে অভিনয় করেন তাঁর এক্স বয়ফ্রেন্ড শাহিদ কাপুর।