আর্থিক ক্ষতির সঙ্গে জুড়েছিল মৃত্যু শোক, আত্মহত্যা সুশান্ত অনুগামীর
নিজের ফ্ল্যাটের মধ্যেই আত্মহত্যা করেন মহিলা
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/styles/zm_98x58/public/2019/01/29/172471-joyeeta71235.jpg?itok=ojXuRS4o)
![আর্থিক ক্ষতির সঙ্গে জুড়েছিল মৃত্যু শোক, আত্মহত্যা সুশান্ত অনুগামীর আর্থিক ক্ষতির সঙ্গে জুড়েছিল মৃত্যু শোক, আত্মহত্যা সুশান্ত অনুগামীর](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/07/06/259774-sususu.jpg)
নিজস্ব প্রতিবেদন : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর শোক সহ্য করতে পারেননি। ফলে আত্মহত্যা করলেন বছর ৪৫-এর এক মহিলা। মহারাস্ট্রের মুলুন্দের ওই ঘটনায় শোরগোল শুরু হয়েছে।
রিপোর্টে প্রকাশ, পঞ্জাব-মহারাস্ট্র নিজের গোচ্ছিত অর্থের সংরক্ষণ করেছিলেন রচনা শেঠ নামে এক মহিলা। মুম্বই মিরর-এর খবর অনুযায়ী, পিএমসি ব্যাঙ্কের কেলেঙ্কারির খবর প্রকাশ্যে আসার পর তাঁর গোচ্ছিত ২৫ লক্ষের কী হবে, তা নিয়ে চিন্তায় ছিলেন রচনা। ওই ঘটনার কয়েক মাসের মধ্যে সুশান্তের মৃত্যুর খবর প্রকাশ্যে আসে।
আরও পড়ুন : মুক্তি পেল 'দিল বেচারা'-র ট্রেলার, সুশান্তের শেষ ছবি চোখে জল এনে দেবে
মানসিক অস্থিরতার মধ্যে সুশান্তের আত্মহত্যার খবর শোনার পরে আরও ভেঙে পড়েন রচনা। গত বছর দিপাবলির সময় থেকে রচনার মানসিক অস্থিরতা শুরু হয়। এরপরই সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর খবরে অস্থির হয়ে ওঠেন তিনি। এরপর গত ১ জুলাই মুলুন্দে নিজের ফ্ল্যাটে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন ওই মহিলা।