মা হলেন অভিনেত্রী অঙ্কিতা মজুমদার পাল, শেয়ার করলেন খুদে অতিথির ছবি
মা হওয়ার খবর সোশ্যাল হ্যান্ডেলের মাধ্যমে নিজেই শেয়ার করেন অঙ্কিতা।
![মা হলেন অভিনেত্রী অঙ্কিতা মজুমদার পাল, শেয়ার করলেন খুদে অতিথির ছবি মা হলেন অভিনেত্রী অঙ্কিতা মজুমদার পাল, শেয়ার করলেন খুদে অতিথির ছবি](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/09/14/275073-ankita-ma.jpg)
নিজস্ব প্রতিবেদন : মা হলেন অভিনেত্রী অঙ্কিতা মজুমদার পাল। গুয়াহাটির একটি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন টেলিভিশনের এই জনপ্রিয় অভিনেত্রী। মা হওয়ার খবর সোশ্যাল হ্যান্ডেলের মাধ্যমে নিজেই শেয়ার করেন অঙ্কিতা। এবার প্রকাশ করলেন নতুন অতিথির ছবি।
দেখুন...
লকডাউনের আগে কলকাতা ছেড়ে অসমের গুয়াহাটিতে শ্বশুরবাড়িতে যান অঙ্কিতা। গুয়াহাটিতে যাওয়ার পর আচমকা লকডাউন শুরু হয়ে যায়। ফলে ওই সময় কোনওভাবেই আর কলকাতায় ফিরতে পারেননি অভিনেত্রী। গুয়াহাটিতে থেকেই নিজের অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানান অঙ্কিতা। লকডাউনের মধ্যে ঘরোয়াভাবেই পালন করা হয় অঙ্কিতার সাধের অনুষ্ঠান।
অন্তঃসত্ত্বা অবস্থায় ফটোশ্যুটও করতে দেখা যায় জড়োয়ার ঝুমকো-খ্যাত এই অভিনেত্রীকে। তখন থেকেই চলছিল দিন গোনার পালা। শেষ পর্যন্ত নতুন অতিথি আগমনের পর সেই ছবি শেয়ার করলেন অঙ্কিতা। পাশপাশি জীবনের এই অন্যতম সময়ে ভক্তরা যে তাঁদের পাশে ছিলেন, তার জন্য শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানান অঙ্কিতা।
গত শনিবার মা হওয়ার অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। টলিউডের জনপ্রিয় অভিনেত্রীর মা হওয়ার খবরে তাঁর ভক্তরা উচ্ছ্বসিত হয়ে ওঠেন।