টলিউডে ফের করোনার থাবা, কোভিডে আক্রান্ত লিলি চক্রবর্তী
অভিনেত্রীর শরীরে তেমন কোনও উপসর্গ না থাকায় হোম আইসোলেশনে রাখা হয়েছে তাঁকে
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/styles/zm_98x58/public/2019/01/29/172471-joyeeta71235.jpg?itok=ojXuRS4o)
![টলিউডে ফের করোনার থাবা, কোভিডে আক্রান্ত লিলি চক্রবর্তী টলিউডে ফের করোনার থাবা, কোভিডে আক্রান্ত লিলি চক্রবর্তী](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/01/19/302433-lllili.jpgssssa.jpg)
নিজস্ব প্রতিবেদন : করোনায় আক্রান্ত অভিনেত্রী লিলি চক্রবর্তী (Lily Chakravarty)। কোভিড থাবা বসানোর পর এই মুহূর্তে অভিনেত্রী আইসোলেশনে রয়েছেন। করোনায় আক্রান্ত হলেও, তাঁর শরীরে তেমন কোনও উপসর্গ নেই। ফলে হোম আইসোলেশনেই রয়েছেন বর্ষীয়ান অভিনেত্রী।
বৃদ্ধাশ্রম টু-এর শ্য়ুটিং করছিলেন লিলি চক্রবর্তী। ওই সময় আচমকাই তাঁর জ্বর আসে। জ্বর ১০১ হয়ে গেলে, চিকিৎসকের কথা মতো করোনা পরীক্ষা করান অভিনেত্রী। পরীক্ষার পরই তাঁর কোভিড (COVID 19) রিপোর্ট পজিটিভ আসে। করোনায় (Corona) আক্রান্ত হওয়ার পর তাঁর সামান্য উপসর্গ থাকায়, কোনও হাসপাতালে ভর্তি করা হয়নি। তবে অভিনেত্রীর শরীর আরও খারাপ হলে, অবশ্যই অবস্থা বুঝে ব্যবস্থা করা হবে বলেই জানা যাচ্ছে।
আরও পড়ুন : তৈমুরের সময়ের 'ভুলকে' পুনরাবৃত্তি হতে দেবেন না, দ্বিতীয় সন্তানকে নিয়ে কড়া সিদ্ধান্ত সইফ-করিনার
গোটা বিশ্ব জুড়ে যখন কোভিড থাবা বসাতে শুরু করে, সেই তালিকা থেকে বাদ পড়ছেন না তারকারাও। সৌমিত্র চট্টোপাধ্যায় থেকে অমিতাভ বচ্চন কিংবা ঐশ্বর্য বচ্চন বা নীতু কাপুর, বলিউড এবং টলিউডের একের পর এক তারকা শরীরে থাবা বসাতে শুরু করে করোনা।