বাড়িতে বন্দি জিতু-নবনিতা, কী করছেন টেলিভিশনের জনপ্রিয় জুটি দেখুন
রান্না করতে দেখা যায় নবনিতাকে
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/styles/zm_98x58/public/2019/01/29/172471-joyeeta71235.jpg?itok=ojXuRS4o)
![বাড়িতে বন্দি জিতু-নবনিতা, কী করছেন টেলিভিশনের জনপ্রিয় জুটি দেখুন বাড়িতে বন্দি জিতু-নবনিতা, কী করছেন টেলিভিশনের জনপ্রিয় জুটি দেখুন](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/03/26/241343-corona-jeetu.jpg)
নিজস্ব প্রতিবেদন: করোনা আতঙ্কের জেরে আপাতত ঘরবন্দি সেলেবরা। পরিচারিকাকে ছুটি দিয়ে কেউ রান্না করছেন আবার কেউ বাসন মাজছেন। কাউকে আবার ঘর ঝাড় দিতেও দেখা যাচ্ছে। সেলেদের নিত্যদিনের দৌড়ঝাঁপের জীবনটা আপাতত কোথাও গিয়ে থমকে গিয়েছে। সেই তালিকা থেকে এবার বাদ পড়লেন না সেলেব দম্পতি জিতু কমল এবং নবনিতা দাসও।
আরও পড়ুন : প্রতিটা দিন কাটছে ভয়ে, খাবার জোগাড়েও লড়াই, পূর্ব লন্ডনের বাড়িতে আটকে অভিনেত্রী পিয়ালি মুখোপাধ্যায়
নিজের সোশ্যাল হ্যান্ডেলে বৃহস্পতিবার একটি ভিডিয়ো শেয়ার করেন জিতু। য়েখানে দেখা যাচ্ছে, আপাতত বাড়িতেই রয়েছেন টেলিভিশনের এই জনপ্রিয় জুটি। জিতু ক্যামেরা রোল করলে, নবনিতা বলে ওঠেন ঘরের কাজ নিয়ে। তিনি জানান, সমস্ত সবজি সেদ্ধর সঙ্গে ঢেঁড়শের তরকারি এবং বাটা মাছের ঝোল তিনি রান্না করছেন দুজনের জন্য। সেই সঙ্গে ফ্রিজে কাতলা মাছ এবং আড় মাছও রয়েছে। ঘুরিয়ে ফিরিয়েই সেগুলি খাওয়া হবে বলে জানান নবনিতা।