স্ত্রীর সঙ্গে মিলে ছোট্ট নবন্যাকে প্রকৃতির পাঠ পড়ালেন Jeet
স্ত্রী মোহনা ও ছোট্ট মেয়ে নবন্যাকে নিয়ে গাছ লাগালেন অভিনেতা জিৎ।
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/styles/zm_98x58/public/2019/01/29/172472-ranita871263.jpg?itok=mVeYazYP)
![স্ত্রীর সঙ্গে মিলে ছোট্ট নবন্যাকে প্রকৃতির পাঠ পড়ালেন Jeet স্ত্রীর সঙ্গে মিলে ছোট্ট নবন্যাকে প্রকৃতির পাঠ পড়ালেন Jeet](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/06/06/324489-5ce70f78-4d86-45b6-a46b-9a9c69862c33.jpg)
নিজস্ব প্রতিবেদন : করোনার মতো মহামারী অনেক মানুষকেই বুঝিয়ে দিয়েছে প্রকৃতির মর্ম। অনেক মানুষকেই প্রকৃতি নিয়ে কিছুটা হলেও সচেতন হতে দেখা যাচ্ছে। ৫ জুন, শনিবার ছিল বিশ্ব পরিবেশ দিবস। ওইদিন বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। এমনই একটি কর্মসূচিতে অংশ নেন অভিনেতা জিৎ (Jeet)। স্ত্রী মোহনা ও ছোট্ট মেয়ে নবন্যাকে নিয়ে গাছ লাগালেন অভিনেতা জিৎ (Jeet)।
বৃক্ষরোপণ কর্মসূচির একটি ভিডিয়ো ইনস্টাগ্রামে পোস্ট করেছেন অভিনেতা জিৎ (Jeet)। যেখানে নিজের হাতে বেশকিছু গাছ পুঁততে দেখা যায় অভিনেতাকে। তাঁর সঙ্গী হন স্ত্রী মোহনা, আর ছোট্ট নবন্যা। ভিডিয়ো পোস্ট করে ক্যাপশানে জিৎ (Jeet) লিখেছেন, ''পরিবেশে বিনিয়োগ করলে, ওরা আমাদের সেরাটা ফিরিয়ে দেয়।''
প্রসঙ্গত, ২০১১ সালের ২৪ ফেব্রুয়ারি পেশায় শিক্ষিকা মোহনা রতলানির সঙ্গে সাত পাতে বাঁধা পড়েন টলিউড অভিনেতা জিৎ (Jeet)। ২০১২ সালে জিৎ ও মোহনার পরিবারে আসে তাঁদের মেয়ে নবন্যা। বর্তমানে নবন্যার বয়স ৯ বছর।