বিয়ের নিমন্ত্রণ রক্ষায় অটোচালকের বাড়ি পৌঁছলেন আমির
কথা দিয়ে কথা রাখার ব্যাপারেও অনন্য নজির গড়লেন `টি-টাউন`-এর মিস্টার পারফেকশনিস্ট। পূর্ব পরিচিত এক অটোচালকের ছেলের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকতে সটান বেনারস পাড়ি দিলেন আমির। অনুষ্ঠানের পাত্র, রাজীব, যথারীতি বাগরুদ্ধ।
কথা দিয়ে কথা রাখার ব্যাপারেও অনন্য নজির গড়লেন `টি-টাউন`-এর মিস্টার পারফেকশনিস্ট।
পূর্ব পরিচিত এক অটোচালকের ছেলের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকতে সটান বেনারস পাড়ি দিলেন আমির। অনুষ্ঠানের পাত্র, রাজীব, যথারীতি বাকরুদ্ধ।
রামলক্ষণ পাসওয়ান অটো চালান। ২০০৯ এ আমিরের দিদিমার বাড়ি খুঁজতে সাহায্য করেন তিনি। নাথুনি নামে পরিচিত এই অটোচালককে পরে থ্রি-ইডিয়ট্স-এর প্রেমিয়ারে নিমন্ত্রণ জানান আমির।
নাথুনি জানান প্রথমে সিডি-র মাধ্যমে বর-কনেকে শুভেচ্ছা পাঠানোর প্রতিশ্রুতি দিলেও পরে সশরীরে উপস্থিত থাকার কথা জানান আমির।
স্বাভাবিকভাবেই তাঁর এই অপ্রত্যাশিত উপস্থিতি পাসওয়ান পরিবারকে উচ্ছ্বসিত করেছেন আমির খান।