কোচবিহারে বন্ধ পাওয়ার গ্রিড সাবস্টেশন তৈরির কাজ

ভাঙরের ছায়া কোচবিহারে। বন্ধ হয়ে গেল পাওয়ার গ্রিড সাবস্টেশন তৈরির কাজ। কোচবিহারের দৈভাঙি ও বালাসি এলাকায় বেশকয়েকমাস ধরেই চলছিল পাওয়ার গ্রিড তৈরির কাজ। সেজন্য নেওয়া হয় জমিও। কিন্তু, অভিযোগ ৩৩জন জমির মালিক ক্ষতিপূরণের টাকা পাননি। সেনিয়ে অসন্তোষ ছিলই। তার ঠিক পরেই কাজ বন্ধ হয়ে যায়। এনিয়ে মুখ খুলতে চাননি স্থানীয় তৃণমূল নেতারা। স্থানীয় বাসিন্দাদের দাবি, তাঁরা কাজ বন্ধ করেননি। বনমন্ত্রী বিনয় বর্মণের মন্তব্য, খোঁজ নিয়ে জানাবেন।

Updated By: Mar 15, 2017, 05:04 PM IST
কোচবিহারে বন্ধ পাওয়ার গ্রিড সাবস্টেশন তৈরির কাজ

ওয়েব ডেস্ক: ভাঙরের ছায়া কোচবিহারে। বন্ধ হয়ে গেল পাওয়ার গ্রিড সাবস্টেশন তৈরির কাজ। কোচবিহারের দৈভাঙি ও বালাসি এলাকায় বেশকয়েকমাস ধরেই চলছিল পাওয়ার গ্রিড তৈরির কাজ। সেজন্য নেওয়া হয় জমিও। কিন্তু, অভিযোগ ৩৩জন জমির মালিক ক্ষতিপূরণের টাকা পাননি। সেনিয়ে অসন্তোষ ছিলই। তার ঠিক পরেই কাজ বন্ধ হয়ে যায়। এনিয়ে মুখ খুলতে চাননি স্থানীয় তৃণমূল নেতারা। স্থানীয় বাসিন্দাদের দাবি, তাঁরা কাজ বন্ধ করেননি। বনমন্ত্রী বিনয় বর্মণের মন্তব্য, খোঁজ নিয়ে জানাবেন।

এদিকে, সরকারি সাহায্যে এবার সরাসরি শহরে এসে নিজেদের মাঠের ফসল বিক্রি করতে পারবেন চাষিরা। ফড়েদের দাপট ঠেকাতে এই উদ্যোগ নিলেন মুখ্যমন্ত্রী। গ্রাম থেকে গাড়ি করে চাষিদের শহরে আনার বন্দোবস্ত করবে সরকার। এর জন্য গড়ে তোলা হচ্ছে ক্লাস্টার। (আরও পড়ুন- আজ থেকে শুরু উচ্চ মাধ্যমিক)

.