পাত্র বিবাহিত, তাই নিজেই লগ্নভ্রষ্টা হতে বসা পাত্রীর বিয়ে দিলেন গ্রামের প্রধান

Updated By: Mar 7, 2015, 12:53 PM IST
পাত্র বিবাহিত, তাই নিজেই লগ্নভ্রষ্টা হতে বসা পাত্রীর বিয়ে দিলেন গ্রামের প্রধান

পাত্র বিবাহিত। তাই লগ্নভ্রষ্টা হতে বসেছিল পাত্রী। এগিয়ে এলেন গ্রামের প্রধান। গ্রামেরই এক যুবকের সঙ্গে বিয়ে দিলেন পাত্রীর। ঘটনাটি ঘটেছে হাওড়ার দেউলটি গ্রামে।

রীতিমতো দেখাশোনা করেই মেয়ের জন্য পাত্র ঠিক করেছিলেন বাবা। বৃহস্পতিবার ছিল বিয়ে। দেউলটি গ্রামে বরযাত্রীরা তখন খাওয়া দাওয়া শেষ করেছে। আচমকাই জানা যায়, পাত্র প্রশান্ত কাজি বিবাহিত। তাই সে রেজিস্ট্রি করতে পারবে না। মেয়ে লগ্নভ্রষ্টা হবে, অপমানে তখন কান্নার রোল উঠেছে মেয়ের বাড়িতে। খবর যায়, স্থানীয় পঞ্চায়েত প্রধান শ্রীকান্ত সরকারের কাছে। তিনিই তখন উপস্থিত হলেন পরিত্রাতা হিসেবে। গ্রামেরই যুবক গৌতম রুই দাসকে তিনি পাত্র হিসেবে ঠিক করে ফেলেন। রাজি হয়ে যায় গৌতম রুই দাসের পরিবারও। ব্যাস, শুভকাজে আর দেরি হল না। চার হাত এক হল।

তবে ছাড়া হয়নি প্রশান্ত কাজি, তার বাবা রামপদ কাজি এবং ঘটককে। পুলিসের হাতে তুলে দেওয়া হয়েছে তাঁদের।

 

.