আইটিআইতে গোষ্ঠী সংঘর্ষ: জেলা সভাপতিকে বহিষ্কার করল টিএমসিপি
হাওড়া আইটিআইয়ে টিএমসিপির গোষ্ঠী সংঘর্ষের ঘটনায় কড়া ব্যবস্থা নিল দল। টিএমসিপি থেকে অনির্দিষ্ট কালের জন্য বহিষ্কার করা হল হাওড়া সদরের জেলা সভাপতি অঞ্জন টাকিকে। শো কজ করা হয়েছে কলেজের ছাত্র সংসদের জিএস লিয়াকত আলিকে। সাত দিনের মধ্যে তাঁকে শোকজের জবাব দিতে বলা হয়েছে। কাদের নিয়ন্ত্রণে থাকবে কলেজ, এনিয়ে টিএমসিপির দুই গোষ্ঠীর সংঘর্ষের জেরে গতকালই রণক্ষেত্র হয়ে উঠে আইটিআই চত্বর। কলেজ চত্বরে নির্বিচারে চলে গুলি, বোমা। ইটের ঘায়ে মাথা ফাটে এক ছাত্রের। ঘটনার পরই টিএমসিপি রাজ্য সভাপতি অশোক রুদ্রর নেতৃত্বে তদন্ত কমিটি গড়া হয়। আজ কলেজের ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলেন তাঁরা। সংঘর্ষের সময় কলেজে যে বহিরাগতরা ঢুকে ছিল, তা মেনে নিয়েছেন অশোক রুদ্র। এঘটনায় অঞ্জন টাকির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন কলেজের জিএস। তার বিরুদ্ধে গুলি-বোমা নিয়ে হামলার অভিযোগ দায়ের করা হয়েছে।
ওয়েব ডেস্ক: হাওড়া আইটিআইয়ে টিএমসিপির গোষ্ঠী সংঘর্ষের ঘটনায় কড়া ব্যবস্থা নিল দল। টিএমসিপি থেকে অনির্দিষ্ট কালের জন্য বহিষ্কার করা হল হাওড়া সদরের জেলা সভাপতি অঞ্জন টাকিকে। শো কজ করা হয়েছে কলেজের ছাত্র সংসদের জিএস লিয়াকত আলিকে। সাত দিনের মধ্যে তাঁকে শোকজের জবাব দিতে বলা হয়েছে। কাদের নিয়ন্ত্রণে থাকবে কলেজ, এনিয়ে টিএমসিপির দুই গোষ্ঠীর সংঘর্ষের জেরে গতকালই রণক্ষেত্র হয়ে উঠে আইটিআই চত্বর। কলেজ চত্বরে নির্বিচারে চলে গুলি, বোমা। ইটের ঘায়ে মাথা ফাটে এক ছাত্রের। ঘটনার পরই টিএমসিপি রাজ্য সভাপতি অশোক রুদ্রর নেতৃত্বে তদন্ত কমিটি গড়া হয়। আজ কলেজের ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলেন তাঁরা। সংঘর্ষের সময় কলেজে যে বহিরাগতরা ঢুকে ছিল, তা মেনে নিয়েছেন অশোক রুদ্র। এঘটনায় অঞ্জন টাকির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন কলেজের জিএস। তার বিরুদ্ধে গুলি-বোমা নিয়ে হামলার অভিযোগ দায়ের করা হয়েছে।