ভোটগ্রহণকে কেন্দ্র করে কোচবিহারের শীতলকুচিতে বিক্ষিপ্ত উত্তেজনা
কোচবিহারের শীতলকুচি বিধানসভার বেশকিছু এলাকায় বিক্ষিপ্ত উত্তেজনা। জোড়পাটকি এলাকার ১১১ ও ১১২ নম্বর বুথে বিজেপি এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগ। ফের কাঠগড়ায় তৃণমূল কংগ্রেস। ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, কোচবিহারের টাকাগছ অঞ্চলের তৃণমূল কংগ্রেস নেতা লাইনে দাঁড়িয়ে থাকা ভোটারদের প্রভাবিত করছেন।
![ভোটগ্রহণকে কেন্দ্র করে কোচবিহারের শীতলকুচিতে বিক্ষিপ্ত উত্তেজনা ভোটগ্রহণকে কেন্দ্র করে কোচবিহারের শীতলকুচিতে বিক্ষিপ্ত উত্তেজনা](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/11/19/70705-coochbeharbypolls.jpg)
ওয়েব ডেস্ক : কোচবিহারের শীতলকুচি বিধানসভার বেশকিছু এলাকায় বিক্ষিপ্ত উত্তেজনা। জোড়পাটকি এলাকার ১১১ ও ১১২ নম্বর বুথে বিজেপি এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগ। ফের কাঠগড়ায় তৃণমূল কংগ্রেস। ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, কোচবিহারের টাকাগছ অঞ্চলের তৃণমূল কংগ্রেস নেতা লাইনে দাঁড়িয়ে থাকা ভোটারদের প্রভাবিত করছেন।
আরও পড়ুন- কাগজে লড়াই চতুর্মুখী; বাস্তবে কোচবিহার উপনির্বাচনে লড়ছে তৃণমূল-বিজেপি
ভোট চলছে। ভোটকেন্দ্রের বাইরে লাইন। সেখানেও হম্বিতম্বি তৃণমূল নেতার। বারবার ছোটাছুটি। একে-তাকে ডেকে বলে দেওয়া, কোথায় ভোট দিতে হবে। পুলিসের সামনেই এভাবে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠল শাসক দলের এই নেতার বিরুদ্ধে। ঘটনাটি কোচবিহার উত্তরের টাকাগাছ এলাকায়। স্পেশাল কেডার প্রাথমিক বিদ্যালয়ে ধরা পড়েছে এই ছবি।