হলদিয়ায় ফের চেয়ারপার্সন তমালিকা পণ্ডাশেঠ
হলদিয়া পুরবোর্ড গঠন করল বামফ্রন্ট। ফের বোর্ডের চেয়ারপার্সন হলেন তমালিকা পণ্ডা শেঠ। ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সিপিআই-এর নারায়ণ প্রামানিক। আজ বোর্ড গঠন নিয়ে ভোটাভুটি হয়। ভোটে হেরে যায় তৃণমূল কংগ্রেস।
Updated By: Jun 26, 2012, 11:24 PM IST
হলদিয়া পুরবোর্ড গঠন করল বামফ্রন্ট। ফের বোর্ডের চেয়ারপার্সন হলেন তমালিকা পণ্ডা শেঠ। ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সিপিআই-এর নারায়ণ প্রামানিক। আজ বোর্ড গঠন নিয়ে ভোটাভুটি হয়। ভোটে হেরে যায় তৃণমূল কংগ্রেস। ভোটাভুটির পর দুর্নীতির অভিযোগ তুলে সভাকক্ষ থেকে বেরিয়ে যান তৃণমূল কংগ্রেস কাউন্সিলররা। অন্যদিকে এদিনই গাড়ি ভাঙচুরের ঘটনায় সিপিআইএমের এক কাউন্সিলরকে গ্রেফতারের ঘটনায় প্রবল উত্তেজনা ছড়ায় পূর্ব মেদিনীপুরের শিল্পনগরীতে। প্রসঙ্গত চলতি মাসের ৫ তারিখে হলদিয়া পুরসভার ভোটগণনায় মোট ২৬টি আসনের মধ্যে ১১টি`তে জেতে বামফ্রন্ট।