North Dinajpur: বদলের বাংলাদেশ থেকে প্রাণ বাঁচাতে ভারতে এসে সশ্রম কারাদণ্ড গিফট পেলেন বৃদ্ধা!
North Dinajpur: বাংলাদেশের অস্থির মধ্যেই অনুপ্রবেশকারী হিসেবে দোষী সাব্যস্ত হওয়া অশিতিপর এক বৃদ্ধাকে সশ্রম কারাদণ্ড ও পুশব্যাকের নির্দেশ দিলো রায়গঞ্জ আদালত।
ভবানন্দ সিংহ রায়: হাসিনা সরকার পতনের পর সম্পূর্ণরূপে বদলে যায় বাংলাদেশের চিত্র। প্রাণ বাঁচাতে ওপার বাংলা থেকে এপারে আসার চেষ্টা করে অনেকেই। এরই মধ্যে এক বৃদ্ধাও চলে আসেন এপার বাংলায়। বেআইনি অনুপ্রবেশের কারণে তিনি ধরাও পড়েন। ইতোমধ্যেই অনুপ্রবেশকারী হিসেবে দোষী সাব্যস্ত হওয়া অশিতিপর ওই বৃদ্ধাকে সশ্রম কারাদণ্ড ও পুশব্যাকের নির্দেশ দিল রায়গঞ্জ আদালত।
সরকারি আইনজীবী স্বরূপ বিশ্বাস জানিয়েছেন, আধো বর্মন নামে বছর ৮৫-র ওই বৃদ্ধাকে গত ১১ই ডিসেম্বর, ২০২৪ কালিয়াগঞ্জ থানার রাধিকাপুর সীমান্ত থেকে আটক করে পুলিসের হাতে তুলে দেয় বিএসএফ। ১২ ডিসেম্বর তাঁকে রায়গঞ্জ আদালতে পেশ করে পুলিস। এরপর বুধবার তাঁকে ভারতে অনুপ্রবেশকারী হিসেবে দোষী সাব্যস্ত করে রায়গঞ্জ আদালত।
তাকে ২ মাসের সশ্রম কারাদণ্ড ও চার হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন বিচারক। একথা জানান সরকারি আইনজীবী। তবে ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী ২ বছরের কারাদণ্ডের বিধান থাকলেও ওই বৃদ্ধার বয়সের দিক বিচার করে মাননীয় বিচারক মানবিক দৃষ্টিতে তার শাস্তি লঘু করে ২ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন এবং যা রায়গঞ্জ কোর্টে প্রথম ও নজিরবিহীন ঘটনা বলে জানিয়েছেন সরকারি আইনজীবী স্বরূপ বিশ্বাস।
অন্যদিকে বিচারক অত্যন্ত মানবিক দৃষ্টিকোনেই এমন বিরল নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন ওই বৃদ্ধার আইনজীবী জয়ন্ত কুমার বন্দ্যোপাধ্যায়ও। ওই বৃদ্ধাকে বালুরঘাট সেন্ট্রাল জেলে পাঠানো হচ্ছে এবং সাজা শেষে আদালতের নির্দেশে তাঁকে বাংলাদেশে পুশব্যাক করবে প্রশাসন বলে জানিয়েছেন বৃদ্ধার আইনজীবী।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)