চোর অপবাদ দেওয়ায় আত্মঘাতী ছাত্র
চোর অপবাদ দেওয়ায় আত্মঘাতী ক্লাস টেনের ছাত্র। এঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদা থানা এলাকার পালপাড়ায়। গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয় সুব্রত হালদার নামে ওই ছাত্র।
Updated By: Jun 7, 2016, 03:27 PM IST
ওয়েব ডেস্ক: চোর অপবাদ দেওয়ায় আত্মঘাতী ক্লাস টেনের ছাত্র। এঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদা থানা এলাকার পালপাড়ায়। গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয় সুব্রত হালদার নামে ওই ছাত্র।
গতকাল তাকে চোর অপবাদে সবার সামনে মারধর করে তাঁর মামী কল্পনা হালদার। বলা হয়, মামাবাড়িতে এসে জিনিসপত্র চুরি করেছে সে। ঘটনায় হতভম্ব সুব্রত বাড়ি ফিরে এসে, কাউকে কিছু না বলেই ঘরে ঢুকে যায়। এরপর আজ সকালে বাড়ির উঠোনেই গাছে ঝুলন্ত অবস্থায় তাঁর দেহ উদ্ধার হয়। পরিবারের অভিযোগ, অপমানেই আত্মঘাতী হয়েছে সুব্রত। ঘটনার পর থেকে পলাতক মামাবাড়ির লোকজন।