রসপুঞ্জকাণ্ডে পুলিসের হাতে নতুন তথ্য
রসপুঞ্জকাণ্ডে পুলিসের হাতে নতুন তথ্য। গাড়িটির মালিক মূল অভিযুক্ত শেখ কালুর বাবা। দুর্ঘটনার সময় গাড়ি চালাচ্ছিল শেখ কালু। দুর্ঘটনার পর থেকেই বেপাত্তা দুজন।
Updated By: Jan 17, 2017, 01:21 PM IST
ওয়েব ডেস্ক : রসপুঞ্জকাণ্ডে পুলিসের হাতে নতুন তথ্য। গাড়িটির মালিক মূল অভিযুক্ত শেখ কালুর বাবা। দুর্ঘটনার সময় গাড়ি চালাচ্ছিল শেখ কালু। দুর্ঘটনার পর থেকেই বেপাত্তা দুজন।
দুর্ঘটনার সময়ে গাড়িতে থাকা কয়েকজনকে সনাক্ত করেছে পুলিস। খুনের অভিযোগে শেখ কালুর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। ঘটনার প্রতিবাদে আজ সকাল থেকেই এলাকায় শুরু হয়েছে অবরোধ।
আরও পড়ুন, ঘাতক গাড়ি পিষে দিল সাতজনকে, মৃত্যু চার ছাত্রী, দুই ছাত্রের
রাতের শহরে ফের বেপরোয়া বাইক চালাতে গিয়ে দুর্ঘটনা
সায়েন্স সিটির কাছে সিগন্যাল ফেল করে গাড়িতে ধাক্কা অন্য একটি গাড়ির