বসিরহাটে বিএসএফ-পাচারকারীদের সংঘর্ষে আহত এক বাংলাদেশি

ফের পাচারকারী-বিএসএফ সংঘর্ষ উত্তর চব্বিশ পরগনার বসিরহাটে। পানিতর সীমান্তে গতকাল রাতে সংঘর্ষ হয়। বিএসএফের গুলিতে আহত হয় এক বাংলাদেশি পাচারকারী। গ্রেফতার করা হয়েছে দুজনকে। আটক করা হয়েছে বেশ কয়েকটি গরু। গতকাল রাতে বেশকিছু গরু নিয়ে ভারত থেকে বাংলাদেশে পালাচ্ছিল পাচারকারীরা।

Updated By: Jan 25, 2015, 11:28 PM IST

বারাসত: ফের পাচারকারী-বিএসএফ সংঘর্ষ উত্তর চব্বিশ পরগনার বসিরহাটে। পানিতর সীমান্তে গতকাল রাতে সংঘর্ষ হয়। বিএসএফের গুলিতে আহত হয় এক বাংলাদেশি পাচারকারী। গ্রেফতার করা হয়েছে দুজনকে। আটক করা হয়েছে বেশ কয়েকটি গরু। গতকাল রাতে বেশকিছু গরু নিয়ে ভারত থেকে বাংলাদেশে পালাচ্ছিল পাচারকারীরা।

 সেই সময় তাদের আটকায় বিএসএফ। পাল্টা জওয়ানদের ওপর চড়াও হয় পাচারকারীরা। তখনই  গুলি চালায় বিএসএফ।

 দুজনকে ধরে ফেললেও বাকি দুষ্কৃতীরা পালিয়ে যায়। গুলিবিদ্ধ ওই পাচারকারীকে চিকিত্‍সার জন্য কলকাতায় আনা হয়েছে। গত আটই জানুয়ারি বসিরহাটের স্বরূপনগর সীমান্তে পাচারকারীদের গুলিতে মৃত্যু হয় এক  বিএসএফ জওয়ানের।

 

.