বারাসত বিশ্ববিদ্যালয়ে জাল মার্কশিট চক্রে ধৃত ১
২৪ ঘণ্টার খবরের জের। বারাসত বিশ্ববিদ্যালয়ে জাল মার্কশিট চক্রের একজনকে গ্রেফতার করল পুলিস। ধৃতের নাম আলমগীর। ৩ মাস নিখোঁজ ছিল ওই বিশ্ববিদ্যালয় কর্মী। তার নামে খবরের কাগজে নিরুদ্দেশ ঘোষণা করে বিজ্ঞাপনও দেওয়া হয়।
![বারাসত বিশ্ববিদ্যালয়ে জাল মার্কশিট চক্রে ধৃত ১ বারাসত বিশ্ববিদ্যালয়ে জাল মার্কশিট চক্রে ধৃত ১](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/03/19/81196-west-bengal-state-university-barasat.jpg)
ওয়েব ডেস্ক : ২৪ ঘণ্টার খবরের জের। বারাসত বিশ্ববিদ্যালয়ে জাল মার্কশিট চক্রের একজনকে গ্রেফতার করল পুলিস। ধৃতের নাম আলমগীর। ৩ মাস নিখোঁজ ছিল ওই বিশ্ববিদ্যালয় কর্মী। তার নামে খবরের কাগজে নিরুদ্দেশ ঘোষণা করে বিজ্ঞাপনও দেওয়া হয়।
বারাসতে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি। টাকার বিনিময়ে ডিগ্রি বিক্রির জমাটি ব্যবসা। ২৪ ফেব্রুয়ারি সেই ঘুঘুর বাসার পর্দা ফাঁস করে চব্বিশ ঘণ্টা। আমরা খবরে দেখানোর পরেই কন্ট্রোলার অফ এগজামিনেশন ও অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলারকে সাসপেন্ড করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তদন্তে নামে CID।
আরও পড়ুন, কলকাতার বাসিন্দাদের জন্য এবার সুখবর!