কুপিয়ে খুন করে বিগ্রহের গয়না চুরি ফুলিয়ায়
রাতের অন্ধকারে তালা ভেঙে চুরি হল বিগ্রহের গয়না। কুপিয়ে খুন করা হয় এক যুবককে। ঘটনাটি ঘটেছে নদিয়ার ফুলিয়ায়। মঙ্গলবার রাতে ফুলিয়ার কৃত্তিবাস এলাকায় রাধিকামোহন বানপ্রস্থ আশ্রমে মন্দিরের বিগ্রহের গয়না চুরির ঘটনা ঘটে।
Updated By: Apr 25, 2012, 10:04 PM IST
রাতের অন্ধকারে তালা ভেঙে চুরি হল বিগ্রহের গয়না। কুপিয়ে খুন করা হয় এক যুবককে। ঘটনাটি ঘটেছে নদিয়ার ফুলিয়ায়। মঙ্গলবার রাতে ফুলিয়ার কৃত্তিবাস এলাকায় রাধিকামোহন বানপ্রস্থ আশ্রমে মন্দিরের বিগ্রহের গয়না চুরির ঘটনা ঘটে।
তালা ভেঙে মন্দিরে ঢোকে ডাকাতরা। লুঠ করে বিগ্রহের গয়না। ডাকাতদের হামলায় নিহত হন বিজয় ঘোষ নামে এক যুবক। ২৬ বছরের বিজয় রাতে ওই মন্দিরেই থাকতেন। সম্ভবত ডাকাতদের বাধা দিতে গিয়েই খুন হন বিজয়। ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা।