পাহাড় ইস্যুতে রফায় পৌঁছাতে রাজ্যপালের শরণাপন্ন মোর্চা

পাহাড় ইস্যুতে রফাসূত্রে পৌঁছতে মরিয়া গোর্খা জনমুক্তি মোর্চা। আজ মোর্চা সভাপতি বিমল গুরুং একটি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে পাহাড় আন্দোলন নিয়ে সুর চড়িয়েছেন। সেখানে মোর্চা সুপ্রিমো লিখেছেন, পাহাড় ইস্যুতে রাজ্যপাল যে মধ্যস্থতা করতে রাজি হয়েছেন, তাকে তাঁরা স্বাগত জানাচ্ছেন। রাজ্যপাল এম কে নারয়ণন অবিলম্বে উপযুক্ত ব্যবস্থা নেবেন বলেও আশাপ্রকাশ করেছেন বিমল গুরুং।

Updated By: Aug 21, 2013, 04:55 PM IST

পাহাড় ইস্যুতে রফাসূত্রে পৌঁছতে মরিয়া গোর্খা জনমুক্তি মোর্চা। আজ মোর্চা সভাপতি বিমল গুরুং একটি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে পাহাড় আন্দোলন নিয়ে সুর চড়িয়েছেন। সেখানে মোর্চা সুপ্রিমো লিখেছেন, পাহাড় ইস্যুতে রাজ্যপাল যে মধ্যস্থতা করতে রাজি হয়েছেন, তাকে তাঁরা স্বাগত জানাচ্ছেন। রাজ্যপাল এম কে নারয়ণন অবিলম্বে উপযুক্ত ব্যবস্থা নেবেন বলেও আশাপ্রকাশ করেছেন বিমল গুরুং।
গোর্খাল্যান্ড ইস্যুতে একদিকে দিল্লির নীরবতা। অন্যদিকে রাজ্যের নির্দেশে, পুরনো মামলা খুঁচিয়ে দলের নেতাকর্মীদের ধরপাকড়। দুদিক দিয়েই চাপে রয়েছে গোর্খা জনমুক্তি মোর্চা। গোর্খাল্যান্ড জয়েন্ট অ্যাকশন কমিটিতে ফাটল সেই অস্বস্তি আরও বাড়িয়েছে। এই পরিস্থিতিতে রফাসূত্রে পৌঁছতে রাজ্যপালের ওপরেই আস্থা রাখছে মোর্চা। পাহাড় আন্দোলনে রাজ্য সরকারের ভূমিকার কড়া সামোলচনা করে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও আজ সুর চড়িয়েছেন বিমল গুরুং।

.