গলায় ও মুখে ছুরির কোপ খেয়ে হাসপাতালে ভর্তি ব্যক্তি
আরেক মিতা মণ্ডল হতে দেননি। তাই গলায় ও মুখে ছুরির কোপ খেয়ে হাসপাতালে ভর্তি এক ব্যক্তি। বর্ধমানের কালনার ঘটনা। জাপটপাড়ায় প্রকাশ্যে নিজের স্ত্রীকে নির্মমভাবে মারধর করছিল কার্তিক বর্মন নামে এক ব্যক্তি। সকলে মজা দেখলেও খোকন পাল চুপ করে থাকেননি। কার্তিক বর্মনকে আটকাতে এগিয়ে যান তিনি। বাধা পেয়ে খোকন পালের গলায় ও মুখে ছুরি মেরে পালায় কার্তিক বর্মন। তার মা শোভা বর্মনকে আটক করেছে পুলিস। কার্তিক বর্মনের স্ত্রী বাপের বাড়িতে চলে গিয়েছেন। আর খোকন পাল আশঙ্কাজনক অবস্থায় ভর্তি কালনা মহকুমা হাসপাতালে।
![গলায় ও মুখে ছুরির কোপ খেয়ে হাসপাতালে ভর্তি ব্যক্তি গলায় ও মুখে ছুরির কোপ খেয়ে হাসপাতালে ভর্তি ব্যক্তি](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/10/17/68212-kalna-17-10-16.jpg)
ওয়েব ডেস্ক: আরেক মিতা মণ্ডল হতে দেননি। তাই গলায় ও মুখে ছুরির কোপ খেয়ে হাসপাতালে ভর্তি এক ব্যক্তি। বর্ধমানের কালনার ঘটনা। জাপটপাড়ায় প্রকাশ্যে নিজের স্ত্রীকে নির্মমভাবে মারধর করছিল কার্তিক বর্মন নামে এক ব্যক্তি। সকলে মজা দেখলেও খোকন পাল চুপ করে থাকেননি। কার্তিক বর্মনকে আটকাতে এগিয়ে যান তিনি। বাধা পেয়ে খোকন পালের গলায় ও মুখে ছুরি মেরে পালায় কার্তিক বর্মন। তার মা শোভা বর্মনকে আটক করেছে পুলিস। কার্তিক বর্মনের স্ত্রী বাপের বাড়িতে চলে গিয়েছেন। আর খোকন পাল আশঙ্কাজনক অবস্থায় ভর্তি কালনা মহকুমা হাসপাতালে।
আরও পড়ুন জীবনের সেরা শিক্ষাটা কোনও ক্রীড়াবিদ হিসেবে আমাদের দিয়েছেন অনিল কুম্বলে
আরও পড়ুন জালনোট কারবারিদের জেরা করে সামনে আসছে জালনোট কারবারি-জঙ্গি সংগঠন যোগসাজশ