২৪ ঘণ্টার খবরের জের, উত্তর দিনাজপুরের সাবধান হাইস্কুলে তদন্তে রাজ্য সংখ্যালঘু বিত্ত নিগমের তদন্তকারী দল
২৪ ঘণ্টার খবরের জের। উত্তর দিনাজপুরের সাবধান হাইস্কুলে তদন্তে গেল রাজ্য সংখ্যালঘু বিত্ত নিগমের তদন্তকারী দল। এ মাসের গোড়ায় সংখ্যালঘু ছাত্রদের বৃত্তির টাকা নয় ছয়ের ছবিটা তুলে ধরি আমরাই। আমাদের অন্তর্তদন্তেই উঠে আসে করণদিঘির লাহুতাড়া ১ অঞ্চলের সাবধান হাইস্কুলে কীভাবে চলছে টাকা লুঠ।
ওয়েব ডেস্ক: ২৪ ঘণ্টার খবরের জের। উত্তর দিনাজপুরের সাবধান হাইস্কুলে তদন্তে গেল রাজ্য সংখ্যালঘু বিত্ত নিগমের তদন্তকারী দল। এ মাসের গোড়ায় সংখ্যালঘু ছাত্রদের বৃত্তির টাকা নয় ছয়ের ছবিটা তুলে ধরি আমরাই। আমাদের অন্তর্তদন্তেই উঠে আসে করণদিঘির লাহুতাড়া ১ অঞ্চলের সাবধান হাইস্কুলে কীভাবে চলছে টাকা লুঠ।
গতকাল নিগমের জেনারেল ম্যানেজার মহম্মদ নকির নেতৃত্বে তদন্তকারী দল যায় সাবধান হাইস্কুলে। সেখানে তদন্তের পাশাপাশি লাহুতাড়া ১ নম্বর অঞ্চলের মানুষদের সঙ্গে কথা বলেন তাঁরা। ২৪ ঘণ্টার প্রয়াসকে সাধুবাদ জানিয়েছেন তদন্তকারীরা। কিছু অসাধু মানুষ এবং বিভিন্ন ব্যাঙ্কের CSP-দের যোগসাজশেই টাকা লুঠ হয়েছে। স্বীকার করেছেন নিগমের জেনারেল ম্যানেজার। দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থার আশ্বাস দিয়েছেন তিনি। (আরও পড়ুন- সালিশি সভার পরই আত্মঘাতী যুবক, কাঠগঠায় স্থানীয় তৃণমূল নেতৃত্ব)