Mohammed Shami: পারথ টেস্টের আগেই বড় খবর! শামিকে নিয়েই ঘোষিত দল, পেলেন সাত উইকেটের পুরস্কার

Mohammed Shami: মহম্মদ শামিকে নিয়েই হল বাংলার সৈয়দ মুস্তাক আলি ট্রফির স্কোয়াড। শামি যে রঞ্জির সঙ্গেই এই টুর্নামেন্টও খেলতে পারেন, তা আগেই আন্দাজ করা হয়েছিল।  

Updated By: Nov 19, 2024, 04:21 PM IST
Mohammed Shami: পারথ টেস্টের আগেই বড় খবর! শামিকে নিয়েই ঘোষিত দল, পেলেন সাত উইকেটের পুরস্কার

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রায় দীর্ঘ এক বছর পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেই ছাপ রেখেছেন জাতীয় দলের মেগাস্টার মহম্মদ শামি (Mohammed Shami)। বাংলার হয়ে মাঠে নেমেছিলেন ইন্দোরের হোলকার স্টেডিয়ামে, বাংলা-মধ্যপ্রদেশ রঞ্জি ম্যাচের হাত ধরে শামি, ৩৬০ দিন পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরেন তিনি। শামি দুই ইনিংস মিলিয়ে নিয়েছিলেন সাত উইকেটও। শামি না থাকলে হয়তো বাংলা ওই রুদ্ধশ্বাস ম্যাচে হেরেও যেতে পারত। প্রত্যাবর্তনের পুরস্কার পেলেন শামি। তাঁকে নিয়েই বাংলার ২২ সদস্যের সৈয়দ মুস্তাক আলি ট্রফির স্কোয়াড  (Syed Mushtaq Ali Trophy)।

লাল বলের পর এবার সাদা বলেও শামি তাঁর ফিটনেস ঝালিয়ে নিতে পারবেন। তাঁর উপর চোখ থাকবে বিসিসিআই-এরও। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফ্ল্যাগশিপ ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে চলেছে ভারত। ২২ নভেম্বর থেকে পারথে শুরু ইন্দো-অজি মহাযুদ্ধ। ১৯৯১-৯২ সালের পর এই প্রথম বর্ডার-গাভাসকর ট্রফিতে পাঁচ টেস্টের সিরিজ। শুরুতে খেলতে না পারলেও শামিকে দল পরের দিকের টেস্টের সূচিতে ভাবতেই পারে।

আরও পড়ুন: 'না ছিল খাবার, না মাথার উপর ছাদ'! এই তরুণ ভারতীয় হবেন কিংবদন্তি, ভবিষ্যদ্বাণী গুরুর

অস্ট্রেলিয়ায় শামির ইতিহাস দুর্দান্ত। ২০২৮-১৯ সালে অস্ট্রেলিয়ায় ভারতের ঐতিহাসিক সিরিজ জয়ের অন্য়তম কাণ্ডারী তিনি। শামির প্রত্যাবর্তন ভারতের পেস আক্রমণ ভাগে বাড়তি অক্সিজেন দেবে, সে কথা বলার অপেক্ষা রাখে না। বুমরা-সিরাজের সঙ্গে তিনি জুড়ে গেলে অনেক খেলাই ঘুরে যাবে। সৈয়দ মুস্তাক আলিতে সুদীপ ঘরামির নেতৃত্বে খেলবে বাংলা। আগামী শনিবার রাজকোটে পঞ্জাবের বিরুদ্ধে সুদীপবাহিনীর প্রথম ম্যাচ। এরপর প্রতিপক্ষ হায়দরাবাদ, মেঘালয়, মধ্যপ্রদেশ, মিজোরাম, বিহার ও রাজস্থান। ফাইনাল ১৫ ডিসেম্বর বেঙ্গালুরুতে।

সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বাংলার স্কোয়াড: সুদীপ ঘরামি (অধিনায়ক), অভিষেক পোড়েল (উইকেটকিপার), সুদীপ চট্টোপাধ্যায়, শাহবাজ আহমেদ, করণ লাল, ঋত্বিক চট্টোপাধ্যায়, ঋত্বিক রায়চৌধুরি, শাকিব হাবিব গান্ধী, রণজ্যোত সিংহ খাইরা, প্রয়াস রায় বর্মন, অগ্নিভ পান, প্রদীপ্ত প্রামাণিক, সাক্ষম চৌধুরি, মহম্মদ শামি, ঈশান পোড়েল, মহম্মদ কাইফ, সূরজ সিন্ধু জয়সওয়াল, সায়ন ঘোষ, কণিষ্ক শেঠ এবং সৌম্যদীপ মণ্ডল।

আরও পড়ুন:  দলহীন ট্রফিজয়ী অধিনায়ক, নিলামে ঝাঁপাবে ২ শহর! প্রাক নিলাম ভবিষ্যদ্বাণী কিংবদন্তির

 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.