গ্রেটার কোচবিহার আন্দোলন ঘিরে ফের উত্তপ্ত হয়ে উঠল কোচবিহার
গ্রেটার কোচবিহার আন্দোলন ঘিরে ফের উত্তপ্ত হয়ে উঠল কোচবিহার।নিউ কোচবিহার স্টেশনে আজ সকাল থেকে চলছে ট্রেন অবরোধ।
Updated By: Feb 20, 2016, 01:32 PM IST
ওয়েব ডেস্ক: গ্রেটার কোচবিহার আন্দোলন ঘিরে ফের উত্তপ্ত হয়ে উঠল কোচবিহার।নিউ কোচবিহার স্টেশনে আজ সকাল থেকে চলছে ট্রেন অবরোধ।
বিক্ষোভ-আন্দোলনে নেমেছে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন। এর জেরে সকাল ছটা থেকে আটকে বিভিন্ন ট্রেন। কয়েক হাজার গ্রেটার সমর্থক বসে পড়েন রেল লাইনের ওপর। অবরোধের জেরে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। গোটা উত্তর-পূর্ব ভারতের সঙ্গে রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আন্দোলনে সামিল গ্রেটার নেতা বংশীবদন বর্মণ সহ একাধিক শীর্ষস্তরের নেতা। এর আগে দু হাজার পাঁচের সেপ্টেম্বরেও, গ্রেটার আন্দোলনের জেরে উত্তাল হয়ে ওঠে কোচবিহার। পাঁচ জনের মৃত্যু হয় সেইসময়। যার মধ্যে এক জন ছিলেন, অতিরিক্ত পুলিস সুপার পদমর্যাদার অফিসার।