WATCH | Arshdeep Singh: ভরা ইডেনে কেন কান ধরে ক্ষমা চাইলেন অর্শদীপ সিং? ঝড় তুলে দিল নন্দনকাননের ভিডিয়ো...
Arshdeep Singh Is Now India's Leading Wicket Taker In T20I: অর্শদীপ সিং চড়ে বসলেন মগডালে, পিছনে ফেলে দিলেন যুজবেন্দ্র চাহালকে
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত সীমিত ওভারের (৫টি টি-২০আই ও ৩টি ওডিআই ম্যাচ) ক্রিকেটে মুখোমুখি হয়েছে। গত বুধবার কলকাতায় সিরিজের শুভারম্ভ হয়েছে। ইডেন গার্ডেন্সে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন টি-২০ স্কোয়াড জস বাটলারদের ৭ উইকেটে হারিয়ে সিরিজে ১-০ এগিয়ে গিয়েছে। এই ম্যাচে খবরে এসেছেন জাতীয় দলের তরুণ পেসার অর্শদীপ সিং (Arshdeep Singh)।
আরও পড়ুন: ইডেনে ইংরেজ বধ ইন্ডিয়ার, কলার তুলেই বছর শুরু বিশ্বচ্যাম্পিয়নদের...
পঞ্জাব পুত্তর অর্শদীপ ইডেনে, নির্ধারিত কোটার চার ওভার বল করে জোড়া উইকেট তুলে নিয়েছেন। দুই ইংরেজ ওপেনার ফিল সল্ট ও বেন ডাকেট তাঁর শিকার হন। আর এই দুই উইকেটেই অর্শদীপ লিখে ফেলেছেন ইতিহাস। যুজবেন্দ্র চাহালকে টপকে অর্শদীপ এখন ভারতের সর্বাধিক টি-২০ উইকেটশিকারি। ভারতীয় দলের ব্রাত্য স্পিনার চাহাল দেশের জার্সিতে ৮০টি টি-২০ আই ম্যাচে ৯৬ উইকেট নিয়েছেন। দেশের বিশ্বকাপজয়ী ২৫ বছরের পেসার ৬১টি টি-২০ আই ম্যাচে খেলে ৯৭ উইকেট নিয়ে ফেললেন। চাহালের চেয়ে ১৯ ম্যাচ কম থেলে এখন অর্শদীপই উঠে পড়লেন মগডালে। যদিও চাহাল-অর্শদীপের এই সাপলুডোর খেলা চলবে...
ইডেনে খেলার শেষে চাহালকে নিয়ে বিসিসিআই একটি ভিডিয়ো পোস্ট করেছে। সেখানে অর্শদীপ বলেন, 'দেশের হয়ে সর্বাধিক টি-২০ উইকেট শিকারি হয়ে আমার দারুণ লাগছে, আমার কঠোর পরিশ্রম সার্থক হয়েছে বলে আমি কৃতজ্ঞ। দেশের হয়ে উইকেট নেওয়ার চেষ্টা চালিয়ে যাব'। আর কথার ফাঁকেই অর্শদীপ মজা করে চাহালের নাম করে তাঁর থেকে ক্ষমা চেয়ে নিয়েছেন কান ধরে। তিন উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন স্পিনার বরুণ চক্রবর্তী অর্শদীপ ভূয়সী প্রশংসা করেছেন বরুণেরও। তিনি বলেন, 'বরুণ হালে ব্যতিক্রমী বোলিং করছে। কারণ টি-টোয়েন্টিতে মাঝের ওভারে উইকেট নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি ব্যাটসম্যানরা সেই সময়ে আউট না হন, তাহলে তারা, পরে দ্রুত গতিতে রান করতে পারে, যার ফলে ডেথ ওভারে বল করা কঠিন হয়ে পড়ে। কিন্তু বরুণ আসার পর থেকে সে মাঝের ওভারে অনেক উইকেট নিচ্ছে এবং ডেথ ওভারে আমাদের বল করার জন্য ভালো মঞ্চ তৈরি করে দিচ্ছে। আমি আশা করি ও এভাবেই উইকেট নিতে থাকবে।'
ইডেনে টস হেরে ব্যাট করতে নেমেই তাল কাটে ইংল্যান্ডের, চরম ব্যাটিং ভরাডুবিতে ২০ ওভারে মাত্র ১৩২ রানে গুটিয়ে যায় তারা। ইডেনে স্পিন-পেসের যুগলবন্দিতেই বাটলারদের বোতলবন্দি করে ফেলল ভারত। বরুণ তুলে নেন তিন উইকেট, অর্শদীপ, হার্দিক পান্ডিয়া ও অক্ষর প্যাটেল নিলেন দুই উইকেট করে। ভারতের এই রান তুলতে বিন্দুমাত্র বেগ পেতে হল না| ওপেন করতে নেমেছিলেন সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা। সঞ্জু ২০ বলে ২৬ রান করে ফেরেন জোফ্রা আর্চারের বলে গাস অ্যাটকিনসনের হাতে ক্যাচ তুলে। এরপর বাকিটা বুঝে নেন অভিষেক শর্মা| ৩৪ বলে ৭৯ রানের ইনিংস খেলে একাই ভারতকে জয়ের দোরগোড়ায় নিয়ে যান| ৫ চার ও ৮ ছক্কায় ঝোড়ো ইনিংস সাজালেন ২৩২.৩৫-এর স্ট্রাইক রেটে| তিনে নেমে অধিনায়ক সূর্য গোল্লা পান যদিও! শেষে তিলক ভার্মা (১৯) ও হার্দিক পান্ডিয়া (৩) মিলে হেসেখেলে ম্যাচ বার করে আনেন| ৪৩ বল হাতে রেখে ভারত জিতে যায় ৭ উইকেটে।
আরও পড়ুন: সূর্য-হার্দিক-সহ ১৪ তারকার ডোপ পরীক্ষা! ইডেনে খেলা শুরুর আগেই এল চাঞ্চল্যকর আপডেট
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)