Kanchrapara: দরজায় খুলতেই মেয়ে দেখে রক্তে ভেসে যাচ্ছে ঘর! মায়ের...

Barrackpur: ফের উদ্ধার মহিলার গলাকাটা দেহ। জানা গিয়েছে, নিজেরই ঘরে এক বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার হয়। 

Updated By: Jan 24, 2025, 02:01 PM IST
Kanchrapara: দরজায় খুলতেই মেয়ে দেখে রক্তে ভেসে যাচ্ছে ঘর! মায়ের...

বরুণ সেনগুপ্ত: নিজের ঘরের মধ্যেই বৃদ্ধার গলা কাটা মৃতদেহ উদ্ধার কাঁচরাপাড়ায়, তদন্তে জেঠিয়া থানার পুলিস। ব্যারাকপুরের জেটিয়া থানার অন্তর্গত কাঁচরাপাড়া পাল্লাদহ গ্রামে নিজেরই ঘরে এক বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার। ঘটনাস্থলে জেটিয়া থানার পুলিস। বৃদ্ধাকে গলা কেটে খুন করা হয়েছে বলে প্রাথমিক অনুমান। এই ঘটনায় এলাকা তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত বৃদ্ধার নাম ফুলজান বিবি (৭৫)।

জানা গিয়েছে, বৃদ্ধা একাই থাকতেন। পাশে থাকেন তাঁর ছোট মেয়ে। আজ সকালে তাঁর মেয়ে এসে দেখতে পায় ঘরের মধ্যে মায়ের গলা কাটা মৃতদেহ পড়ে আছে। এরপর জেঠিয়া থানার পুলিস এসে মৃতদেহ নিয়ে যায় ময়না তদন্তের জন্য।
কে কী কারণে এই ঘটনা ঘটাল তা বুঝতে পারছেন না বৃদ্ধার পরিবার।

প্রসঙ্গত, কিছুদিন আগেই হাই ড্রেনের ভিতর থেকে বৃদ্ধার দেহ উদ্ধার ঘিরে হাওড়ায় চাঞ্চল্য। হাওড়ার ডুমুরজলা স্টেডিয়াম এর কাছে শৈলেন মান্না সরণিতে একটি হাই ড্রেন থেকে উদ্ধার হয় এক বৃদ্ধার দেহ। গত মঙ্গলবার সকালে স্থানীয় বাসিন্দারা নর্দমায় এক দেহ ভেসে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে তারা খবর দেন চ্যাটার্জিহাট থানায়। ঘটনাস্থলে ছুটে আসে পুলিস। 

আরও পড়ুন:Kolkata Buildings Tilt: হেলে পড়ছে একের পর এক বহুতল! বেআইনি নির্মাণ রুখতে কড়া সিদ্ধান্ত পুরসভার...

প্রতিবেশীরাও আসে ঘটনাস্থলে,সঙ্গে সেই মৃত বৃদ্ধার মেয়েও ছুটে আসেন। তিনি জানান, গত ২ জানুয়ারি থেকে নিখোঁজ ছিলেন বৃদ্ধা। বৃদ্ধার মেয়ে সুজাতা মাইতি বলেন, 'আমরা তো সকালে উঠে কাজে চলে যাই। সেদিনও আমরা বাড়ির সবাই সকালে যখন কাজে বের হই তখন মা ঘুমাচ্ছিল। বাড়ি ফিরে দেখি মা বাড়িতে নেই, ভাবলাম কোথাও হয়ত গেছে। তারপর সারাদিন বাড়ি না ফেরায় অনেক জায়গায় খোঁজাখুঁজি করি কিন্তু কোথাও খুঁজে না পেলে চ্যাটার্জিহাট থানায় খবর দিই। তারপরেও কোনও খোঁজ মেলেনি। আজ সকালে কেও এসে বলে হাই ড্রেনে একটা লাশ পড়ে আছে, তারপর আমরা ছুটে আসি। এসে দেখি ড্রেনের ভিতর একটা লাশ পড়ে আছে। মুখটা দেখতে পাইনি কিন্তু সোয়েটার, চাদর দেখে সবাই বলল তোর মা। কোনও ঝগড়া-ঝামেলা কিছুই হয়নি, বয়ষ্ক মা, কী আর ঝামেলা করব, বাড়িতে শুধু  মা, আমি ও ভাই থাকতাম। কীভাবে এমন হল কিছু বুঝতে পারছি না।'

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল) 

.