হলিদিয়ায় বেড়াতে এসে গণধর্ষিতা তরুণী
আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে গণধর্ষণের শিকার হলেন এক তরুণী। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে হলদিয়ার সুতাহাটায়। অভিযুক্তদের মধ্যে একজনকে ধরে ফেলেন গ্রামবাসীরা। তমলুক জেলা হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন নির্যাতিতা।
![হলিদিয়ায় বেড়াতে এসে গণধর্ষিতা তরুণী হলিদিয়ায় বেড়াতে এসে গণধর্ষিতা তরুণী](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2015/04/10/36907-rape.jpg)
ব্যুরো: আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে গণধর্ষণের শিকার হলেন এক তরুণী। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে হলদিয়ার সুতাহাটায়। অভিযুক্তদের মধ্যে একজনকে ধরে ফেলেন গ্রামবাসীরা। তমলুক জেলা হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন নির্যাতিতা।
ওড়িশার বালেশ্বর থেকে পুজো উপলক্ষ্যে হলদিয়ার সুতাহাটা থানার গ্রামে এসেছিলেন ওই তরুণী ও তাঁর মা। অভিযোগ, বৃহস্পতিবার রাতে পুজো চলাকালীন মন্দিরের কাছে একটি ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে ওই তরুণীকে ধর্ষণ করে গ্রামেরই কয়েকজন যুবক।
নির্যাতিতার চিত্কার শুনে ছুটে যান গ্রামবাসীরা। বিষ্টু দাস নামে একজনকে ধরে ফেলেন তাঁরা। তবে পালিয়ে যায় বিষ্টুর সঙ্গীরা। সুতাহাটা থানায় গণধর্ষণের অভিযোগ দায়ের হয়েছে। তমলুক জেলা হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন নির্যাতিতা ।