বাড়ির মধ্যে থেকে উদ্ধার পচাগলা দেহ
বাড়ির মধ্যে থেকেই উদ্ধার হল এক বৃদ্ধের পচাগলা দেহ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পঞ্চসায়রের চকগড়িয়া এলাকার শ্রীনগর মেইন রোডে। এখানেই একটি বাড়ির মধ্যে উদ্ধার হয় বছর ৫১-র ওই ব্যক্তির দেহ।
Updated By: Aug 20, 2016, 09:53 AM IST
ছবিটি প্রতীকী
ওয়েব ডেস্ক : বাড়ির মধ্যে থেকেই উদ্ধার হল এক বৃদ্ধের পচাগলা দেহ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পঞ্চসায়রের চকগড়িয়া এলাকার শ্রীনগর মেইন রোডে। এখানেই একটি বাড়ির মধ্যে উদ্ধার হয় বছর ৫১-র ওই ব্যক্তির দেহ।
আরও পড়ুন- বড়সড় ভাঙনের মুখে মালদা জেলা পরিষদ
প্রতিবেশীরা পচা গন্ধ পেয়ে পুলিসে খবর দেন। এরপরই উদ্ধার হয় দেহটি। পুলিস সূত্রে খবর, মৃতের নাম দেবরাজ গাঙ্গুলি। তিনি একাই থাকতেন ওই বাড়িতে। স্ত্রী আলাদা থাকেন। ডাক বিভাগের কর্মী ছিলেন দেবরাজ গাঙ্গুলি। এদিন বাথরুম থেকে পুলিস উদ্ধার করে তাঁর দেহ। এটি খুন না আত্মহত্যা, তা নিয়ে ধন্দ কাটেনি।