নেতাই হত্যাকাণ্ডে অভিযুক্তদের রেখে দেওয়া হল সিপিআইএমের জোনাল কমিটিতে
অনুজ পাণ্ডে জেলে থাকার কারণে নতুন সম্পাদক করা হয়েছে সুশান্ত কুণ্ডুকে। গতবার ১৩ জনের কমিটি থাকলেও এবার সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭।
ওয়েব ডেস্ক: নেতাই হত্যাকাণ্ডে অভিযুক্ত সাত জেলবন্দি নেতা নেত্রীকে রেখে দেওয়া হল সিপিআইএমের জোনাল কমিটির সদস্য পদে। গতকাল লালগড়ে সিপিআইএমের দলীয় কার্যালয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়। অভিযুক্ত সাতজন হলেন তত্কালীন জোনাল কমিটির সেক্রেটারি অনুজ পাণ্ডে, ডালিম পাণ্ডে, চণ্ডী করন, জয়দেব গিরি, তপন দে, শেখ খলিলউদ্দিন ও ফুল্লরা মণ্ডল। অনুজ পাণ্ডে জেলে থাকার কারণে নতুন সম্পাদক করা হয়েছে সুশান্ত কুণ্ডুকে। গতবার ১৩ জনের কমিটি থাকলেও এবার সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭।
২০১১ সালের ৭ জানুয়ারি নেতাই হত্যাকাণ্ডে ৯ জনের মৃত্যু হয়। অভিযোগ লালগড়ের নেতাইয়ে সিপিআইএমের সশস্ত্র শিবির থেকে গুলি চলেই গ্রামবাসীরা নিহত হন। তদন্তে নেমে নেতাইয়ের ঘটনাটিকে 'পরিকল্পিত হত্যাকাণ্ড' বলে আদালতে উল্লেখ করে সিবিআই।