বোটমালিকরা ধর্মঘটে, বিঘ্নিত সুন্দরবনের নিরাপত্তা
বোট মালিকদের ধর্মঘটে সমস্যায় পড়ল সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প। ধর্মঘটের জেরে ব্যাঘ্রপ্রকল্পে নজরদারির কাজ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। একইসঙ্গে ভারত-বাংলাদেশ জল সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। গতকাল থেকে ধর্মঘট শুরু করেছে সুন্দরবন বোট সমিতি। ধর্মঘটের জেরে সমিতির ৩৬টি বোট বন্ধ রয়েছে। অথচ ওই সমিতির কাছ থেকেই বোট নিয়ে কাজ চালায় সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প।
বোট মালিকদের ধর্মঘটে সমস্যায় পড়ল সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প। ধর্মঘটের জেরে ব্যাঘ্রপ্রকল্পে নজরদারির কাজ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। একইসঙ্গে ভারত-বাংলাদেশ জল সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। গতকাল থেকে ধর্মঘট শুরু করেছে সুন্দরবন বোট সমিতি। ধর্মঘটের জেরে সমিতির ৩৬টি বোট বন্ধ রয়েছে। অথচ ওই সমিতির কাছ থেকেই বোট নিয়ে কাজ চালায় সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প।
এতদিন মৌখিক চুক্তির ভিত্তিতে বোট নেওয়া হত। ভাড়া মেটানো হত নগদ টাকায়। সম্প্রতি সেই নিয়ম বদলানো হয়েছে। নতুন নিয়মে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের কাজে বোট নেওয়ার জন্য টেন্ডারের সিদ্ধান্ত নেওয়া হয়। একইসঙ্গে ট্রেজারি মারফত নগদে ভাড়া মেটানোর কথা বলা হয়েছে। প্রতিবাদে ধর্মঘট শুরু করেছে সুন্দরবন বোট সমিতি। বোট মালিকদের অভিযোগ, চেকে পেমেন্ট হলে তাঁদের টাকা পেতে অনেক দেরি হবে। সেইসঙ্গে ভাড়া বাড়ানোর দাবি জানিয়েছেন তাঁরা।