খাগড়াগড়ে বিস্ফোরণ তদন্তে সিআইডি
বর্ধমানের খাগড়াগড়ের বিস্ফোরণস্থলে তদন্তের কাজ শুরু করল সিআইডি ও বম্ব ডিসপোজাল স্কোয়াড। গতকাল ওই বাড়িতে বিস্ফোরণে মৃত্যু হল দুজনের। গতকালই বাড়িটি সিল করে দিয়েছিল পুলিস।
Updated By: Oct 3, 2014, 09:53 AM IST
![খাগড়াগড়ে বিস্ফোরণ তদন্তে সিআইডি খাগড়াগড়ে বিস্ফোরণ তদন্তে সিআইডি](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2014/10/03/29648-bardhaman-map.jpg)
বর্ধমান: বর্ধমানের খাগড়াগড়ের বিস্ফোরণস্থলে তদন্তের কাজ শুরু করল সিআইডি ও বম্ব ডিসপোজাল স্কোয়াড। গতকাল ওই বাড়িতে বিস্ফোরণে মৃত্যু হল দুজনের। গতকালই বাড়িটি সিল করে দিয়েছিল পুলিস।
আজ সকালে ঘটনাস্থল পরীক্ষার কাজ শুরু করেছে তদন্তকারীরা। বাড়িটি পুলিস ঘিরে রেখেছে। এলাকায় মোতায়েন করা হয়েছে বিরাট পুলিস বাহিনী। বিস্ফোরণের পর ওই বাড়ি থেকে ডিটোনেটর, টাইমার ও বেশ কিছু তার উদ্ধার করে পুলিস। মিলেছে পোড়া লিফলেট এবং বই । সন্দেহ, ওই বাড়িতে বড়সড় কোনও নাশকতার ছক কষা হচ্ছিল।