আরাবুল স্বমহিমায়ই
দল বহিষ্কার করলেও স্বমহিমায় আরাবুল। এলাকার উন্নয়ন থেকে প্রকল্পের উদ্বোধন, সর্বত্রই ভাঙড়ের মুকুটহীন সম্রাটের উপস্থিতি চোখে পড়ার মতো। শুক্রবার এমনই এক সরকারি প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠানে দেখা গেল আরাবুলকে।
Updated By: Dec 6, 2014, 11:45 AM IST
![আরাবুল স্বমহিমায়ই আরাবুল স্বমহিমায়ই](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2014/12/06/32009-arabul-mahima.jpg)
ভাঙড়: দল বহিষ্কার করলেও স্বমহিমায় আরাবুল। এলাকার উন্নয়ন থেকে প্রকল্পের উদ্বোধন, সর্বত্রই ভাঙড়ের মুকুটহীন সম্রাটের উপস্থিতি চোখে পড়ার মতো। শুক্রবার এমনই এক সরকারি প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠানে দেখা গেল আরাবুলকে।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, দল দলের কথা ভেবে বহিষ্কার করেছে তাঁকে। তবে তাতে থেমে থাকবে না এলাকার উন্নয়ন। ব্যাওতাকাণ্ডে গত আঠাশে অক্টোবর আরাবুল ইসলামকে ছ বছরের জন্য দল থেকে বহিষ্কার করা হয়।
তবে আরাবুলের দাপট মহিমায় থাকা নিয়ে দলের তরফে কিছু বলা হয়নি।